এস.এম.জাকির,
চন্দনাইশ,(চট্টগ্রাম)
চন্দনাইশের কাঞ্চননগর পাহাড়ি এলাকা থেকে ৫ কৃষককে অপহরণ করে নিয়েছে পাহাড়ি সন্ত্রাসীরা। পরে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়েছেন বলে জানা যায়।
গতকাল ৬ জুন সকালে কাঞ্চননগর পাহাড়ি এলাকায় চাষাবাদ ও গরু লালন-পালনের জন্য নিয়ে যাওয়া ৫ কৃষককে অপহরণ করে নিয়ে গেছে ৭ জনের একটি পাহাড়ি সন্ত্রাসী দল। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাফ পেন্ট ও গেঞ্জি পড়া ৭ জনের পাহাড়ি সন্ত্রাসীদের মধ্যে ৬ জনের হাতে দেশীয় অস্ত্র ১ জনের হাতে ছুরি ছিল। পাহাড়ি সন্ত্রাসীরা কাঞ্চননগর এলাকার হাঁছি মিয়ার ছেলে নাজিম উদ্দীন (৫০), বদিউল আলমের ছেলে আবদুল মালেক (৬২), কামাল উদ্দীনের ছেলে রাজা মিয়া (৩০), সন্তোষ বিশ্বাস (২২), ইদ্রিসের ছেলে মো. হাছান (৩৫)কে মিনজিরি মূখ থেকে অস্ত্রের মূখে জিম্মি করে নিয়ে যায়। পরে লক্ষাধিক টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।