মোঃ সাইফুল্লাহ
মাগুরায় নানা আয়োজনে স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শ্রীপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল সন্ধ্যায় কেক কেটে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে। এছাড়া প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ কবির হোসেন মোল্লার সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোঃ আলিনুর রহমান মোল্লা, সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন, মোঃ শফিকুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাওন বিশ্বাস, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ ফারুক হোসেন, দপ্তর সম্পাদক মোঃ শফিউল্লাহ কর্ণেল, শ্রীপুর সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ রাজিব মোল্লা, দ্বারিয়াপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ হামিদুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ. আলিনূর মোল্লা বলেন, স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ আওয়ামী লীগের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনার জন্য বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।