মােঃ সাইফুল্লাহ
‘ভালো কাজের নাগরিক অনুশীলন, স্বীকৃতি দিবে মাগুরা জেলা প্রশাসন’-এই প্রতিপাদ্য নিয়ে জেলার ২৭ জন বিশিষ্ট ব্যক্তিকে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা দিয়েছে মাগুরা জেলা প্রশাসন। ৮ জুলাই সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসকরে সম্মেলন কক্ষে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সম্মাননা পত্র, মেডেল, শুভেচ্ছা স্মারক ও ফুলের তোড়া তুলে দেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ ইয়াছিন আলী, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জাকির হোসেন, শিক্ষা ও সাহিত্যে সম্মাননাপ্রাপ্ত ড. নজরুল ইসলাম (মুসাফির নজরুল), সামাজ সেবায় সম্মাননাপ্রাপ্ত ডাক্তার পঙ্কজ কান্তি মন্ডলসহ অন্যরা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবদুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোকনুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুল হক, অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহল, শালিখা উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী, মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মণ্ডলসহ আরো অনেকে।
উল্লেখ্য, জেলা প্রশাসনের উদ্যোগে ২০২৩ সালের ২৬ মার্চ থেকে শিক্ষা, শিল্প, সাহিত্য-সংস্কৃতি, উদ্ভাবন, কৃষি, ক্রীড়া, চিকিৎসাসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ পর্যন্ত জেলার মোট ১১৯ জন বিশিষ্ট ব্যক্তিকে ভালো কাজের নাগরিক অনুশীলনের জন্য সম্মাননা প্রদান করেছে বলে জানা গেছে ।