সেলিম উদ্দীন, ঈদগাঁও।
ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডাব্লিউএফপি) এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন’র উদ্যোগে কক্সবাজারের ঈদগাঁও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রারম্ভিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৩১ জুলাই সকাল ১০টায় ঈদগাহ জাহানারা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তালেবের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা।
সুশীলন’র উপজেলা প্রজেক্ট অফিসার
সৈয়দ মোঃ জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভায় দুর্যোগ ব্যবস্থাপনায় প্রাকপ্রস্তুতি, দূর্যোগ মোকাবেলা এবং দূর্যোগ পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ার ও করণীয় বিষয়ে পরামর্শমুলক বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মাষ্টার নূরুল আজিম, বীরমুক্তিযোদ্ধা ডা. শামসুল হুদা, ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান আহমদ করিম সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন জাহান কাউছার, ঈদগাঁও ইউপি চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,ইসলামপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসাইন ও সংস্কৃতি কর্মী সাংবাদিক কাফি আনোয়ার।
অনুষ্ঠানের শুরুতে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে সচিত্র প্রারম্ভিক ধারণাপত্র উপস্থাপনা করেন
সুশীলন’র ট্রেনিং স্পেশালিষ্ট মো: আমিন উদ্দীন।
অন্যান্যদের মধ্যে জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনী, পোকখালী ইউপি চেয়ারম্যান রফিক আহমদ, জালালবাদ স্বাস্থ্য উপ কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা. তৃণা সাহা, একাডেমিক সুপারভাইজার রাসেদ মো. মহি উদ্দীন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা দিদারুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মুরাদ হোসেন, ঈদগাহ জাহানারা বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গিয়াস উদ্দীন, সহকারী প্রধান শিক্ষক জসীম উদ্দীন,
সুশীলন’র ডিআরআর ম্যানেজার মোঃ আজিজুর রহমান, ফিল্ড ফ্যাসিলিটেটর
মোঃ মুজিবুর রহমান, শুকদেব’সহ যুব উন্নয়ন কর্মকর্তা,পল্লীবিদ্যুতের প্রতিনিধি, ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্সের প্রতিনিধি,
সরকারি বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ, গণমাধ্যমকর্মী,
সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।