শিব্বির আহমদ রানা,
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরীকে (৭৮) গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ। সোমবার (৮ জুলাই) সন্ধ্যায় বাঁশখালী পৌরসভাস্থ লক্ষিস্কয়ার থেকে তাঁকে গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার পুলিশ তাঁকে আদালতে সোপর্দ করেছে। আদালতে তাঁকে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন বাঁশখালী থানার সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ।
এ বিষয়ে তিনি বলেন, গতবছর জামাল উদ্দিন নামের একজন বাদী হয়ে সেলিমুল হক চৌধুরীর বিরুদ্ধে ৭ লাখ ৭০ হাজার টাকার চেক প্রতারণা মামলা করেন। একই সাথে বৈলছড়ি এলাকার মহিউদ্দিন বাদী হয়ে পৃথক পৃথক ২ টি ৪ লক্ষ টাকার মামলায় তার বিরুদ্ধে চেক প্রতারণা মামলা করেন।
সূত্রে জানা যায়, চেক প্রতারণার মামলায় বাঁশখালী যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত তাকে ৩টি পৃথক পৃথক মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ডসহ চেক পরিমাণ ১১ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বাঁশখালী যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এ,পি,পি) এডভোকেট জুবেদ মাহমুদ চৌধুরী বলেন, তিনটি চেক প্রতারণা মামলায় সাবেক পৌর মেয়র সেলিমুল হক চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। ওই তিনটি মামলায় আদালত থাকে হাজতে প্রেরণ করেন।