শ্যামল বাংলা (প্রতিনিধি বরিশাল)
কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ককারী দের মুক্তি, সারা দেশে শিক্ষার্থী হত্যা ও গণ-গ্রেপ্তার ছাত্রছাত্রীদের মুক্তি সহ নয় দফা দাবি বাস্তবায়নেমা বরিশালে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের চেষ্টা করে।
আজ ৩১ জুলাই বুধবার দুপুরে নগরের সদর রোডের অশ্বিনীকুমার হল ও ফজলুল হক অ্যাভিনিউ এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় আন্দোলনকারীদের লাঠিপেটা করে পুলিশ, এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পরে । ঘটনা স্থলে ৪ জন সাংবাদিকএবং আরও ১০ জন আহত হয় । এ ঘটনার সময় কয়েকজন আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ।
আহত সাংবাদিকেরা হলেন দৈনিক যুগান্তরের ফটোসংবাদিক শামীম আহমেদ, যমুনা টিভির ফটোসাংবাদিক হৃদয় চন্দ্র শীল, এনটিভির ফটোসাংবাদিক গোবিন্দ সাহা, বার্তা টোয়েন্টিফোরের তুহিন খান। আহত অবস্থায়
তাঁরা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।