মীরসরাই প্রতিনিধি:
মীরসরাই সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাময়িক বহিষ্কার হওয়া ইউপি সদস্য আব্দুলাহ আল মামুনকে স্বপদে বহালের আদেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।
১ জুলাই (সোমবার) এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে পুনর্বহালের আদেশ দেওয়া হয়।
এর আগে তিনি বহিষ্কারাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন করেন। রিট পিটিশনের শুনানিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ তার ওই বহিষ্কারাদেশের ওপর ৬ মাসের স্থগিতাদেশ দেন।
জানা গেছে, চলতি বছরের ২৬ মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল্লাহ আল মামুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে
এ বহিষ্কারাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ইউপি সদস্য আব্দুলাহ আল মামুন চলতি বছরের ১১জুন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দাখিল করেন। একই দিন ইউপি সদস্য আব্দুলাহ আল মামুনকে সাময়িক বহিষ্কারাদেশ ৬ মাসের জন্য স্থগিত করেন আদালত।
১ জুলাই (সোমবার) স্থানীয় সরকার বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মীরসরাই সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য (সাময়িক বরখাস্ত) আব্দুলাহ আল মামুনকে স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা মোতাবেক কারণ দর্শানোর জবাব দাখিল করেন এবং দাখিলকৃত উক্ত জবাব সন্তোষজনক হওয়ায় তাকে স্বপদে পুনর্বহাল করা হলো।
এ প্রসঙ্গে ইউপি সদস্য আব্দুলাহ আল মামুন জানান, হাইকোর্টে রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ স্থানীয় সরকার বিভাগের দেওয়া সাময়িক বহিষ্কারের বিষয়টি আইনসম্মত হয়নি বলে মতামত দিয়ে সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার ঘোষণা করেছেন। পরে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে আমাকে স্বপদে পুনর্বহালের আদেশ দিয়েছেন। মঙ্গলবার থেকে আমি যথারীতি ইউনিয়ন পরিষদে এসে কাজে যোগ দিবো।