আজীবন কমিউনিস্ট বিজন ভট্টাচার্য কি ভাবে এ কথা বলতে পারেন আমার খটকা লেখেছিলো।আসলে মানুষের কাছে না গেলে হয়তো মানুষ বোঝা যায় না।তিনি বলেছিলেন am prepared to accommodate the belief of my people. এ রকম একটা প্রশ্ন জীবননান্দ দাশকেও করা হয়েছিলো তাকে বলা হয়েছিলো আপনি ঈশ্বর কে বিশ্বাস করেন? উত্তরে জীবননান্দ বলেছিলেন আমি মানুষের রীতিকে বিশ্বাস করি।
বিজন ভট্টাচার্য সম্পর্কে ঋত্বিক ঘটক বলেছিলেন, বিজনবাবুই প্রথম দেখালেন যে কী করে জনতার প্রতি দায়িত্বশীল হতে হয়, কী করে সম্মিলিত অভিনয়ধারার প্রবর্তন করা যায় এবং কী করে বাস্তবের একটা অংশের অখণ্ড রূপ মঞ্চের উপর তুলে ধরা যায়।১৯১৫ সালের ১৭ জুলাই আজকের দিনে বর্তমান বাংলাদেশের রাজবাড়ী জেলার খানখানাপুর গ্রামে জন্ম হয়।
তাঁর বাবার নাম ক্ষীরোদ বিহারী ও মা সুবর্ণপ্রভাদেবী। তাঁর বাবা একজন স্কুল শিক্ষক ছিলেন৷ ১৯৩০ সালে পড়াশোনার জন্য বিজন ভট্টাচার্য কলকাতা চলে আসেন। তাঁর স্ত্রী ছিলেন বিখ্যাত লেখিকা মহাশ্বেতা দেবী এবং পুত্র ছিলেন প্রথাবিরোধী কবি নবারুণ ভট্টাচার্য।(ছবিতে বিজন ভট্টাচার্যের থাকার ঘর তার ব্যবহৃত পুকুর এবং নবারুনের জ্যাঠাত ভাই প্রনব কুমার লস্কর এবং তাদের সম্পত্তির উত্তরাধিকার।তিন একর পঞ্চাশ শতাংশ জায়গার এখন কিছু অংশ কোন রকম টিকে আছে বাকি সব বেহাত হয়ে গেছে তার কাকা গোবিন্দ মোহন লস্করএবং কাকার বোনকে বিহারীরা বিভৎস ভাবে হত্যা করে।