1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এমএসআর’র ১ কোটি ২৬ লক্ষ টাকা লুটপাট সমস্যায় জর্জরিত চট্টগ্রামের চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্স-অধিকাংশ চিকিৎসক অনুপস্থিত থাকেন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে খ্রিস্টান ধর্মলম্বীদের বড়দিন পালিত ঠাকুরগাঁওয়ে বক্তব্যে বলেন, শুধু নির্বাচন বা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি– উপদেষ্টা আসিফ বুয়েটে ২০২৪-২০২৫ ইং শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীতে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের ফলাফলের তালিকা প্রকাশ গংগাচড়ায় জামায়াতের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান ইমাম ও মুহতামিমের সংবাদ ভাইরাল হওয়ায় দুই সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী খোশরোজ শরীফ উপলক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ মাগুরার শ্রীপুরে বিএনপি’র প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত মাগুরায় খামারপাড়া কিন্ডারগার্ডেন স্কুলের পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী মাগুরায় জামায়াতে ইসলামীর বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু’র  প্রায় ১৭ বছর পর  মুক্তি

এমএসআর’র ১ কোটি ২৬ লক্ষ টাকা লুটপাট সমস্যায় জর্জরিত চট্টগ্রামের চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্স-অধিকাংশ চিকিৎসক অনুপস্থিত থাকেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৭০ বার

এস.এম.জাকির,

চন্দনাইশ,(চট্টগ্রাম)

নানা সমস্যায় জর্জরিত চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিছু সংখ্যক চিকিৎসকদের অনিহা ও অনুপস্থিতির কারণে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে এই অঞ্চলের মানুষ। সরকারের দেয়া এমএসআর’র অর্থ ভাগাভাগি করে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

গত ৫ জুলাই স্থানীয় সংসদ সদস্য, প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আকর্ষিক পরিদর্শন করে স্বাস্থ্য কমপ্লেক্সের বাথরুমগুলোয় অস্বাস্থ্যকর পরিবেশ ও চিকিৎসকদের অনুপস্থিত দেখে ক্ষোভ প্রকাশ করেন। যেন স্বাস্থ্য কমপ্লেক্সটি রোগীতে পরিণত হয়েছে। তিনি তাৎক্ষনিক সিভিল সার্জনকে ফোন করে স্বাস্থ্য ও প.প কর্মকর্তাসহ অনিয়মিত চিকিৎসকদের বদলী করার কথা বলেছেন। এদিকে গত ১১ জুলাই চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী আকর্ষিক চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে ১১ জন চিকিৎসককে অনুপস্থিত পান। ৫ জন কর্মী বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থি থাকায় স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল ইরফানকে কারণ দর্শানো নোটিশ দেন। তাছাড়া হাসপাতালের জরুরি বিভাগ অপরিচ্ছন্ন, যন্ত্রপাতি নষ্ট, চিকিৎসকদের পরনে অ্যাপ্রোন ছিল না। ফলে স্বাস্থ্য সেবা বঞ্চিত হচ্ছে উল্লেখ করে ৫ কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়।

এদিকে এমএসআর’র ১ কোটি ১০ লক্ষ টাকার অধিক বরাদ্দের মধ্যে মন্ত্রণালয়ের বিভাজন অনুযায়ী ২ হাসপাতালের ২ শতাংশ করে ৪ শতাংশ স্থানীয়ভাবে ৫৫ লক্ষ টাকার টেন্ডারের টাকা ভাগাভাগি করে আত্মসাতের অভিযোগ উঠেছে। বিশেষ করে সাড়ে ৩ লক্ষ টাকা ফার্ণিচারের মধ্যে মাত্র
৬টি চেয়ার দেখেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও ব্যবস্থাপনা কমিটির সদস্য এম কাইছার উদ্দীন চৌধুরী। তাছাড়া ঔষধ সামগ্রী গ্রুপ (ইডিসিএল) বহিভূত বরাদ্দের ২৫ শতাংশ প্রায় ২৫ লক্ষ টাকা স্থানীয়ভাবে টেন্ডারের মাধ্যমে ক্রয় করে থাকেন হাসপাতাল কতৃপক্ষ। স্টোর কিপার ঠিকাদারের সাথে যোগসাজাসে অর্ধেক ঔষধ সরবরাহ নিয়ে বাকি অর্থ ঠিকাদারের সাথে ভাগাভাগির অভিযোগ রয়েছে। চন্দনাইশ ও দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন স্টোর কিপার রয়েছেন। ফলে তিনি নিজেই নিয়ম বর্হিভূতভাবে নিজে টেন্ডার ফাইল হস্তগত করে টেন্ডার প্রক্রিয়া পরিচালনা করেন স্বাস্থ্য ও প.প কর্মকর্তার যোগসাজাসে। তিনি নিজেই পুণঃরায় ঠিকাদার থেকে ঔষধ ও অন্যান্য সামগ্রী সংগ্রহ করে থাকেন। তাছাড়া স্টোর কিপার ৩ শতাংশ করে ২ হাসপাতাল থেকে ৬ শতাংশ প্রায় ৬ লক্ষ টাকা নিয়ম বর্হিভূতভাবে প্রতিবছর বিল উত্তোলন করে থাকেন। যন্ত্রপাতি সামগ্রী, ক্যামিকেল রি-এজেন্ট সামগ্রী, গজ ব্যান্ডেজ সামগ্রী, লিলেন সামগ্রী এ সকল সামগ্রী সার্ভে কমিটি বুঝে নেয়ার কথা থাকলেও সার্ভে কমিটি থেকে নামমাত্র স্বাক্ষর নিয়ে স্টোর কিপার নিজেই সাব ঠিকাদারের মাধ্যমে সংগ্রহ করে থাকেন, যা সম্পূর্ণ নিয়ম বর্হিভূত। তাছাড়া প্রতিবছর চন্দনাইশে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাতিষ্ঠানিক কোড ১২৭০২১২ এর অধিনে অর্থনৈতিক খাতে কম্পিউটার ও আনুসাঙ্গিক ১ লক্ষ, কম্পিউটার ৪৬ হাজার ৫’শ, কম্পিউটার সামগ্রী ৩ হাজার ৮’শ, মনিহারী ২ লক্ষ, আসবাবপত্র মেরামত ৩২ হাজার ৫’শ, অফিস সরাঞ্জামাদি ৫০ হাজার, আসবাবপত্র ক্রয় ৪৪ হাজার ৫’শ, এ্যাম্বুলেন্স মেরামত ২ লক্ষ, স্ট্যাম্প ও সীল ১৪ হাজার, ভ্রমন ব্যয় ৩ লক্ষ ৪০ হাজার টাকা বরাদ্দ ক্রয়কার্য পরিচালনা না করে অধিকাংশ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। একইভাবে প্রাতিষ্ঠানিক কোড ১২৭০২০৪ এর অধিনে অর্থনৈতিক খাতে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ১ লক্ষ ৮০ হাজার (শুধুমাত্র হাসপাতালের জন্য), আপ্যায়ন ১৮ হাজার, কম্পিউটার ও আনুসাঙ্গিক ২০ হাজার, কম্পিউটার ১০ হাজার, কম্পিউটার সামগ্রী ১৮ হাজার ৪’শ মনিহারী ২ লক্ষ ২৪ হাজার (ঠিকাদারের মাধ্যমে), স্বাস্থ্য ও প.প কর্মকর্তা গাড়ী মেরামতের জন্য ৫০ হাজার, প্রতি ৩ মাসে ৪৮ হাজার টাকা করে তেল খরচ বরাদ্দ দেয়া হয়ে থাকে। আসবাবপত্র ৩০ হাজার ৮’শ এ্যাম্বুলেন্স মেরামত ১৪ হাজার, স্ট্যাম্প ও সীল ১২ হাজার, ভ্রমণ ব্যয় ৫ লক্ষ ৫২ হাজার, হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য স্বাস্থ্য অধিদপ্তর উপজেলা হেল্থ কেয়ার থেকে ২ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়। একই দপ্তর থেকে যন্ত্রপাতি মেরামতের জন্য ৭০ হাজার টাকা বরাদ্দ পেয়ে থাকেন। একইভাবে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের মনিহারী ক্রয় ৩ লক্ষ, এ্যাম্বুলেন্স মেরামত ১ লক্ষ, কম্পিউটার ও আনুসাঙ্গিক ১ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ জনের মধ্যে ২০ জন চিকিৎসক রয়েছে। তৎমধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক ৯ জন, এমবিবিএস ১১ জন। বিশ্বস্থ সূত্রে জানা যায়, অধিকাংশ চিকিৎসক সপ্তাহে ২/৩দিন দায়িত্ব পালন করেন। যা পিঙ্গারপ্রিন্ট চেক করলে এর সত্যতা মিলবে।হাসপাতালে সিডিউল মোতাবেক আগমণ ও প্রস্তান করেন নাই। সকালে আসেন ১০ টার পর, দুপুরে ১ টার মধ্যে চলে যান। তাছাড়া ১১ টার পর প্রায় ১ ঘন্টাকাল আপ্যায়নে ব্যস্ত থাকেন বলে জানিয়েছেন সেবা নিতে আসা রোগীরা। স্বাস্থ্য ও ব্যবস্থাপনা কমিটির সদস্য কাইছার উদ্দীন চৌধুরী বলেছেন, গতকাল ১৩ জুলাই বেলা ১১ টার সময় ডা. সত্যম সরকার, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. মহুয়া মজুমদার চলে যান। তাছাড়া এ ২ জন চিকিৎসক ও ডা. মুন্নি পারভিন হাসপাতালে আসা রোগীদের সাথে অসদাচরণ ও দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে। ফলে ২টি পৌরসভা ও ৮ টি ইউনিয়ন প্রায় সাড়ে ৩ লাখ মানুষের চিকিৎসা সেবা বিঘ্ন হচ্ছে। জানা যায়, সুইপার পদে ৫ জনে ২ জন, এমএলএসএস ৫ জনে ১ জন, আয়া ২ জন, মালি ১ জনের পদ খালি রয়েছে। হাসপাতাল ভবনটি অতি পুরানো হওয়ায় নিচতলার ছাদের আস্তরণ ঝরে পড়ে জং ধরা লোহা দেখা যাচ্ছে। ২য় তলার শিশু ওয়ার্ডে যাওয়ার পথে পাশবর্তী ভবনের সংযোগ স্থলে পানির পড়ার কারণে বৃষ্টি হলে শিশু ওয়ার্ডে পানিতে সয়লাব হয়ে যায়। ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ ব্যাপারে উর্ধ্বতন কতর্ৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে অবহিত করেও কোন ধরণের প্রতিকার পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও প.প কর্মকর্তা এরফান। হাসপাতালের নিরাপত্তা বেষ্টনী ভেঙ্গে পড়ায় হাসপাতালের অভ্যন্তরে বখাটে, কিশোর গ্যাংকের সদস্যদের উৎপাতে অতিষ্ঠ সংশ্লিষ্টরা। প্রতিনিয়ত চুরি হচ্ছে হাসপাতালের বিভিন্ন মূল্যবান সম্পদ। এ সকল ব্যাপারে স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল ইফরানের নিকট এ সকল বিষয়ে কাইছার উদ্দীন চৌধুরী একাধিকবার টেন্ডারের ক্রয়কৃত মালামাল সম্পর্কে জানতে চাইলে তিনি অনিহা প্রকাশ করে বিষয়টি এরিয়ে যান। তাছাড়া পূর্বকোণ প্রতিনিধি তার নিকট এ সকল বিষয়ে তথ্য নিতে গেলে তিনি অপারগতা প্রকাশ করেন এবং তিনি স্বাস্থ্য সেবা নিশ্চিত করা ছাড়া অন্য সকল বিষয় তার দায়িত্বে পড়ে না বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম