ফজলে মমিন,শ্রীপুর(গাজীপুর)
গাজীপুর জেলার মধ্যে জুন’ ২০২৪ মাসে শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ (ওসি) হলেন শ্রীপুর মডেল থানার ওসি আলী আকবর খান,পিপিএম
গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে গতকাল রবিবার ৭জুন,২৪ অনুষ্ঠিত সভায় তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। মাসিক অপরাধ সভা পুলিশ সুপার কাজী শফিকুল আলম বিপিএম, তাকে সম্মাননা স্মারক ও পুরষ্কার তুলে দেন।
পুলিশ সুপার বলেন, জেলার চারটিথানা এবং সিটি কর্পোরেশনের আওতায় থানার মধ্যে তার সামগ্রীক কর্মতৎপরতায় শ্রীপুর মডেল থানার ওসি আলী আকবর খান শ্রেষ্ঠ হয়েছেন। এই সম্মাননার মধ্য দিয়ে তার আগামী দিনের দায়িত্ববোধ আরও বাড়বে আশা করি। পাশাপাশি শ্রীপুরের জনগণ আরও ভালো সেবা পাবে।
এ প্রসঙ্গে ওসি আলী আকবর খান পিপিএম বলেন, এ পুরষ্কার আমাকে আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে।
অফিসার ইনচার্জ,শ্রীপুর মডেল থানায় কর্মরত সকল অফিসার-ফোর্স ও শ্রীপুর বাসীর নিকট কৃতজ্ঞতা জানান।তিনি বলেন,পুলিশ সুপার, গাজীপুর মহোদয়ের সঠিক দিক নির্দেশনা, শ্রীপুর থানায় কর্মরত সকল অফিসার-ফোর্সের অক্লান্ত পরিশ্রম এবং শ্রীপুর বাসীর সার্বিক সহযোগীতার কারনে এই সাফল্য অর্জনে সক্ষম হয়েছি। পুলিশী সেবা জনগনের দৌড়গোড়ায় পৌছে দেওয়া ও জনসাধারণের; পুলিশী সেবা নিশ্চিত কল্পে অফিসার ইনচার্জ হিসাবে সকলের সহযোগীতা কামনা করছি।
উল্লেখ্য,আলী আকবর খান পিপিএম,শ্রীপুর মডেল থানায় যোগদানের পর হতে থানার মামলা নিষ্পত্তি, গ্রেফতারী পরোয়ানা তামিল, অবৈধ মাদকদ্রব্য, অস্ত্র-গুলি, বিস্ফোরক দ্রব্যাদি ও চোরাই গাড়ী উদ্ধার, অপহৃত ভিকটিম উদ্ধার, নিয়মিত মামলার আসামী গ্রেফতার, ক্লুলেজ মামলার রহস্য উদঘাটন ও জনবান্ধব পুলিশিং, পুলিশিং সেবা জনগনের দার প্রান্তে পৌছে দেওয়ায় বিশেষ অবদান রাখায় জুন/২০২৪ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আকবর আলী খান, পিপিএম, গাজীপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে নির্বাচিত করা হয়।, অফিসার ইনচার্জ, শ্রীপুর থানা, শ্রীপুর থানায় কর্মরত সকল অফিসার-ফোর্স ও শ্রীপুর বাসীর নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন। পুলিশ সুপার, গাজীপুর মহোদয়ের সঠিক দিক নির্দেশনা, শ্রীপুর থানায় কর্মরত সকল অফিসার-ফোর্সের অক্লান্ত পরিশ্রম এবং শ্রীপুর বাসীর সার্বিক সহযোগীতার কারনে এই সাফল্য অর্জনে সক্ষম হয়েছেন। পুলিশী সেবা জনগনের দৌড়গোড়ায় পৌছে দেওয়া ও জনসাধারণের; পুলিশী সেবা নিশ্চিত কল্পে অফিসার ইনচার্জ হিসাবে সকলের সহযোগীতা কামনা করছেন