1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে আলকরা ইউপি কার্যালয় ভাংচুর, মালামাল সহ গুরুত্বপূর্ণ নথি লুট - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে তালাবন্ধ ঘর  থেকে গৃহবধূর লাশ উদ্ধার গণহত্যা ও  দুর্নীতির সঙ্গে জড়িতদের কাউকে বিএনপিতে নেওয়া হবে  – মির্জা ফখরুল মাগুরায় জামায়াতে ইসলামীর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত লাকসাম মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নে কম্বল বিতরণ রাজশাহীতে মানবসেবা অভিযানের শীতবস্ত্র বিতরন ও চিকিৎসা সহায়তা প্রদান শেখ হাসিনা এত অন্যায় ও পাপ করেছিল যে তার পালানো ছাড়া আর কোন পথ ছিল না — মির্জা ফখরুল চৌদ্দগ্রামে মহাসড়কে অটো-রিকশা চাপায় শিশু নিহত মসজিদের মাইকে ডাকাত আসার খবরে স্থানীয়রা বের হলে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা রুপনগর থানা শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের জনসভায় বক্তব্য বলেন– এই দেশে কোনো সাম্প্রদায়িকতা নেই- মির্জা ফখরুল

চৌদ্দগ্রামে আলকরা ইউপি কার্যালয় ভাংচুর, মালামাল সহ গুরুত্বপূর্ণ নথি লুট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৮২ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে আলকরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় হামলাকারীরা পরিষদের বিভিন্ন স্থাপনা, প্রয়োজনীয় আসবাবপত্র ভাংচুর সহ পরিষদের ভেতরে থাকা সরকারি মালামাল ও গুরুত্বপূর্ণ নথিপত্র লুট করে নিয়ে যায়। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার (১০ আগস্ট) গভীর রাতে।

আলকরা ইউপি সূত্রে জানা গেছে, দেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে দুর্বৃত্তরা শনিবার গভীর রাতে আলকরা ইউনিয়ন পরিষদে ভাংচুর চালায়। এ সময় তারা পরিষদের আসবাবপত্র, স্থাপনা ভাংচুর, ২টি কম্পিউটার, ৩টি প্রিন্টার, ২টি স্ক্যানার, ১টি এসি, ভিজিডি এর চাউল সহ বিভিন্ন সরকারি মালামাল এবং আলমিরা ভেঙ্গে গুরুত্বপূর্ণ নথিপত্র পিকআপ ভ্যানে করে লুট করে নিয়ে যায়। এ সময় আশেপাশের কেউ কেউ বিষয়টি দেখলেও ভয়ে সামনে এসে বাধা দেয়নি। ঘটনার পরদিন বিষয়টি মৌখিকভাবে উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। এখনো দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এ বিষয়ে কোনো আইনী সহায়তা গ্রহণ করা সম্ভব হয়নি বলে জানা গেছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই এ বিষয়ে আইনী প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে আলকরা ইউপি সচিব শামসুল আলম জানান, ‘শনিবার (১০ আগস্ট) গভীর রাতে দুর্বৃত্তরা আলকরা ইউপি কার্যালয় ভাংচুর সহ লুটপাট করে। এ সময় তারা পরিষদের ২টি কম্পিউটার, ৩টি প্রিন্টার, ২টি স্ক্যানার, ১টি এসি, ভিজিডি এর চাউল সহ বিভিন্ন সরকারি মালামাল এবং গুরুত্বপূর্ণ নথিপত্র লুট করে নিয়ে যায়। এতে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। বিষয়টি মৌখিকভাবে উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে। বর্তমানে পুলিশি কার্যক্রম স্থগিত থাকায় এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করা সম্ভব হয়নি। পুলিশি সেবা শুরু হলেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে।’

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে আলকরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় হামলাকারীরা পরিষদের বিভিন্ন স্থাপনা, প্রয়োজনীয় আসবাবপত্র ভাংচুর সহ পরিষদের ভেতরে থাকা সরকারি মালামাল ও গুরুত্বপূর্ণ নথিপত্র লুট করে নিয়ে যায়। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার (১০ আগস্ট) গভীর রাতে।

আলকরা ইউপি সূত্রে জানা গেছে, দেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে দুর্বৃত্তরা শনিবার গভীর রাতে আলকরা ইউনিয়ন পরিষদে ভাংচুর চালায়। এ সময় তারা পরিষদের আসবাবপত্র, স্থাপনা ভাংচুর, ২টি কম্পিউটার, ৩টি প্রিন্টার, ২টি স্ক্যানার, ১টি এসি, ভিজিডি এর চাউল সহ বিভিন্ন সরকারি মালামাল এবং আলমিরা ভেঙ্গে গুরুত্বপূর্ণ নথিপত্র পিকআপ ভ্যানে করে লুট করে নিয়ে যায়। এ সময় আশেপাশের কেউ কেউ বিষয়টি দেখলেও ভয়ে সামনে এসে বাধা দেয়নি। ঘটনার পরদিন বিষয়টি মৌখিকভাবে উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। এখনো দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এ বিষয়ে কোনো আইনী সহায়তা গ্রহণ করা সম্ভব হয়নি বলে জানা গেছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই এ বিষয়ে আইনী প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে আলকরা ইউপি সচিব শামসুল আলম জানান, ‘শনিবার (১০ আগস্ট) গভীর রাতে দুর্বৃত্তরা আলকরা ইউপি কার্যালয় ভাংচুর সহ লুটপাট করে। এ সময় তারা পরিষদের ২টি কম্পিউটার, ৩টি প্রিন্টার, ২টি স্ক্যানার, ১টি এসি, ভিজিডি এর চাউল সহ বিভিন্ন সরকারি মালামাল এবং গুরুত্বপূর্ণ নথিপত্র লুট করে নিয়ে যায়। এতে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। বিষয়টি মৌখিকভাবে উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে। বর্তমানে পুলিশি কার্যক্রম স্থগিত থাকায় এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করা সম্ভব হয়নি। পুলিশি সেবা শুরু হলেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম