1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে গুদামে মিলল টিসিবির তেল-চাল-ডাল, ডিলারের- ১ মাসের জেল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে খ্রিস্টান ধর্মলম্বীদের বড়দিন পালিত ঠাকুরগাঁওয়ে বক্তব্যে বলেন, শুধু নির্বাচন বা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি– উপদেষ্টা আসিফ বুয়েটে ২০২৪-২০২৫ ইং শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীতে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের ফলাফলের তালিকা প্রকাশ গংগাচড়ায় জামায়াতের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান ইমাম ও মুহতামিমের সংবাদ ভাইরাল হওয়ায় দুই সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী খোশরোজ শরীফ উপলক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ মাগুরার শ্রীপুরে বিএনপি’র প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত মাগুরায় খামারপাড়া কিন্ডারগার্ডেন স্কুলের পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী মাগুরায় জামায়াতে ইসলামীর বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু’র  প্রায় ১৭ বছর পর  মুক্তি

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে গুদামে মিলল টিসিবির তেল-চাল-ডাল, ডিলারের– ১ মাসের জেল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১১২ বার

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিবিসির) তৈল-ডাল-চাল মজুদের দায়ে একরামুল হক নামে এক ডিলারকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসাইন এ দণ্ডাদেশ প্রদান করেন। মঙ্গলবার (৩০ জুলাই) রাত ১১টায় বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বোয়ালধার বাজারে এ ঘটনা। দণ্ডপ্রাপ্ত একরামুল হক বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বোয়ালধার গ্রামের ইসাহাক আলীর ছেলে। তিনিও টিসিবির ডিলার, তবে অন্য ইউনিয়নের দায়িত্বে রয়েছে বলে, জানিয়েছে প্রশাসন। ঘটনার খোঁজ নিয়ে জানা গেছে, ৩০ জুলাই মঙ্গলবার দিনভর বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে টিসিবির পণ্য বিক্রি হয়েছে। সেই পণ্য ডিলার ও তার সিন্ডিকেটের সহযোগীরা এনে জমা করেছিলেন বোয়ালধার বাজারের একটি দোকান ঘরে। যা ইউনিয়ন পরিষদ থেকে দুই কিলোমিটার দূরে।
খবর পেয়ে রাত সাড়ে ১০টায় পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি । গুদাম ঘর হিসেবে ব্যবহার করা দোকানটিতে থেকে উদ্ধার হয় ২১৬ টি দুই লিটারের সয়াবিন তেল, ৯ বস্তা চাউল ও ২৫০টি ডালের প্যাকেট। এ সময় হাতেনাতে ডিলার একরামুল হককে আটক করলেও পালিয়ে যায় তার সহযোগীরা। বাজারের লোকজন বলছে, বালিয়াডাঙ্গী উপজেলায় টিসিবির পণ্য বিতরণের দিন এই দোকান ঘরে টিসিবির পণ্য জমা হয়। পরে সেগুলো বিক্রি করা বিভিন্ন ব্যবসায়ীর নিকট। বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসাইন বলেন, একরামুল হক তার গুদামঘরে টিসিবি পণ্য মজুদ রাখার অপরাধ স্বীকার করায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও তার সহযোগী মাসুদ রানা প্রশাসন আসার খবরে গা ঢাকা দিয়েছে। তাকে খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া কথা জানান তিনি।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফছানা কাওছার জানান, শুরু থেকেই টিসিবির পণ্য বিক্রিতে স্বচ্ছতা আনার চেষ্টা করছে প্রশাসন। ডিলারদের বিভিন্ন অজুহাত, সুবিধাভোগীদের তালিকায় গরমিল, চাল নিতে অনাগ্রহ সহ নানা কারণে সমস্যা তৈরি হয়েছে। এই সুযোগে তৈরি হয়েছে সিন্ডিকেট। স্থানীয় জনপ্রতিনিধিরা তেমন সহযোগিতা না করার কারণে এক প্রকার অসহায় প্রশাসন। তবে এবার কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এর আগেও দেড় বছর আগে লাহিড়ী বাজারে দোকানে টিসিবির মাল প্রকাশ্যে বিক্রির খবর গণমাধ্যমে আসলে সেখানকার ডিলারের ডিলারশিপ বাতিল এবং এক বছর আগে কলেজ রোডে ৪৫ প্যাকেজ টিসিবির পণ্য গভীর রাতে আটক করে প্রশাসন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম