1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মিরপুর ১০ গোলচক্করে কোটা সংস্কার আন্দোলনে বিক্ষোভে কার্মসূচীতে  ছাত্র ছাত্রী এবং বিপুলসংখ্যক অভিভাবক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মধ্যরাতে নোয়াখালী জেলা পুলিশের টহল ও চেকপোস্ট  অসুস্থ্য সাংবাদিক ফয়সাল দেখতে তার বাড়িতে জামায়াত নেতৃবৃন্দ ঠাকুরগাঁওয়ে হাসপাতাল থেকে নবজাতক চুরির ২ দিনেও উদ্ধার হয়নি ছাত্র-জনতার প্রতিবাদ কর্মসূচী ! নবীগঞ্জে দুটি অবৈধ ইটভাটা  গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে লোকনাথ মিষ্টি ভান্ডারকে জরিমানা ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ করেছে খুলনা পাবলিক কলেজ ও সরকারি মডেল কলেজের শিক্ষার্থীরা ঠাকুরগাঁওয়ে ইট ভাটায় মোবাইল কোট, জরিমানা, ভাংচুর বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন মাগুরায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তিতাসে ইসলামী আন্দোলন বাংলাদেশের কমিটি গঠন আগুনে পড়ে ছাই শ্রমিক দল নেতা কবির হোসেনের শেষ সম্বল

মিরপুর ১০ গোলচক্করে কোটা সংস্কার আন্দোলনে বিক্ষোভে কার্মসূচীতে  ছাত্র ছাত্রী এবং বিপুলসংখ্যক অভিভাবক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ১২০ বার

আল হাসান মোবারক
শামল বাংলা

আজ ৩ জুলাই ২০২৪ ইং  বৈষম্য বিরোধী   কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভুত অস্থিতিশীল পরিবেশ, সরকারের নির্দেশনায় পরিচালিত গণহত্যা, মানবতার বিরোধী অপরাধ  ১১ দফা দাবীতে মিরপুর ১০ গোলচক্করে  ছাত্র ছাত্রী বিক্ষোভ সমাবেশ।

সকাল ১১ টা থেকেই  মিরপুর ১০ নাম্বার গোলচক্করে আশেপাশে জড়ো হতে  থাকে এবং এক পর্যায়
গোলচক্কর দখলে নেয় তাঁর,   বিকাল ৪ পর্যন্ত বিক্ষোভ করেন অবিভাবক ও ছাত্র ছাত্রীরা।

এসময় বিভিন্ন স্কুল, কলেজ বিশ্ব-বিদ্যালয় ছাত্র ছাত্রী এবং বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন এ সময় বিক্ষুব্ধ ছাত্র জনতা তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাচার , ভুয়া ভুয়া, আমরা ভাই মারলো কেন?  খুনি হাসিনা জবাব দে এক দাফা এক দাবী হাসিনা তুই কবে যাবিআমার ভাইয়ের রক্ত বৃথা যেতে পারে না। 
এতে আন্দোলন চলা কলে  মিরপুর ১০ নম্বর থেকে পল্লবী, আগারগাঁও, মিরপুর ১ নম্বর ও ১৪ নম্বরগামী যান চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারীদের অবস্থানের কারায় বিকেল  ৫ টা পর্যন্ত যানহন চলাচল বন্ধ হয়ে যায় ।

এসময় আন্দোলনকারীরা বিভিন্ন দিক থেকে  মিছিল নিয়ে ১০ নম্বর গোলচত্বরের দিকে জড়ো থেকলে গোলচক্করে আগে থেকেই উপস্থিত থাকা  বিপুল সংখ্যক পুলিশ।
তাদের আবস্থান পরিবর্তন করে মিরপুর ২ নম্বরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে এবং মিরপুর অরিজিন ১০ ( ৬ নাম্বার)  পপুলার ডায়াগনস্টিক  সেন্টার সামনে অন্য দিকে  বিজিবি সদস্যরা জাতীয় সুইমিং স্টেডিয়াম সামনে অবস্থান নেয়। এছাড়াও সেনা সদস্য রা  জাতীয় ইনডোর স্টেডিয়াম কেম্পেই আবস্থান করে।
এদিকে আন্দোলনের কারণে গোলচত্বর এলাকায় বেশির ভাগ দোকানপাট বন্ধ থাকে। এসময়ে  মানুষের মাঝে চাপা উত্তজনা বিরাজ করে।


অন্য দিকে আওয়ামী লীগ  ও তার অংঙ্গ সংগঠন নিয়ে মিরপুর ১০ নাম্বার  সিএনজি স্টেশনের উল্টো পাশে জিনজিয়ান রেষ্টুরেন্টে সমনে, ৬ নাম্বার এ ব্লকে মোশাররফ মসজিদ সংলগ্নে, বিভিন্ন অলিগলিতে   চেয়ার টেবিল নিয়ে অবস্থান করে।  আজকে বিক্ষোভ অনেকটা শান্তি পূর্ণছিল।
এদিকে মিরপুর ডিওএইচএস এ সাবেক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, তাদের ছেলে মেয়ে ও ছাত্র ছাত্রীদের সাথে গত কালে মত আজও সহমত প্রকাশ করে ডিএইচওএস এলাকায় মিশিল করে।

কোটা সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দ   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গতকাল শুক্রবার রাতে নতুন কর্মসূচি ঘোষণা করে। এতে ৩ আগষ্ট  শুক্রবার  আজ সারা দেশে বিক্ষোভ মিছিল করে তাঁরা। এবং  আগামীকাল রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন তাঁরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম