রাউজান প্রতিনিধি:
সাবেক সংসদ সদস্য, বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় সম্প্রতি দূর্বৃত্তদের দ্বারা রাউজানের নাতোয়ান বাগিচা এলাকা থেকে চুরি হওয়া একটি মোটর সাইকেল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করেছেন রাউজান কলেজ ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য মো. পিয়ার মোহাম্মদ চৌধুরী বাবু। গতকাল দুপুরে নাতোয়ান বাগিচায় মালিক পক্ষের মো.আইয়ুবের কাছে মো.মানিকের মালিকানাধীন মোটর সাইকেলটি হস্তান্তর করা হয়।এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মো.সাহেদ হোসেন, মো. গিয়াস, মো.রিপন, মো.ফরহাদ, মো.রুবেল, মো. তারেক, মো.সাহেদ, মো.ফাহিম, সোয়াইব, মো.আবির, ফারহান, আসিফ, আরমান,জিশান, ফরসাল,
মনির, রাকিব, আসিক, ইমরান, মোসরফ, মো.শাহিন আবছার, মো.খোরশেদ প্রমুখ।