1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লার ভাষা সংগ্রামী, মুক্তিযোদ্ধা, কবি ম. আ.ন শহিদুল্লাহ্ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রুপনগর থানা শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের জনসভায় বক্তব্য বলেন– এই দেশে কোনো সাম্প্রদায়িকতা নেই- মির্জা ফখরুল চৌদ্দগ্রামে আদালতের নির্দেশ উপেক্ষা করে জোরপূর্বক অন্যের জমিতে মাটি ভরাট ঠাকুরগাঁওয়ে আ.লীগ নেতাকর্মীদের বিএনপিতে যোগদান, যা জানা গেল সংবাদ সম্মেলনে ! কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন মাগুরায় শাহ্ আব্দুল গাফ্ফার প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও বৃত্তি প্রদান খেতাব-বঞ্চিত সেক্টর কমাণ্ডার মেজর জলিল ও মেজর জয়নুলকে স্বীকৃতিদানের জন্য অধ্যাপক বার্ণিকের আহ্বান মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে আ.লীগের শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান, প্রতিবাদে বিক্ষোভ ! ঠাকুরগাঁওয়ে খুদে শিক্ষার্থীদের বিস্ময়কর প্রতিভা

কুমিল্লার ভাষা সংগ্রামী, মুক্তিযোদ্ধা, কবি ম. আ.ন শহিদুল্লাহ্

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৮৮ বার

মোতাহার হোসেন মাহবুব — লেখক

কুমিল্লার ভাষা সংগ্রামী, মুক্তিযোদ্ধা, কবিসা সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক,  আইনজীবী এমনকী  রাজনৈতিক নেতাদের অনেককে নিয়ে লেখার সুযোগ হলেও ভাষা সংগ্রামী, কবি ও সাংবাদিক শহীদুল্লাহকে নিয়ে কখনো লিখার সুযোগ হয়নি।

আসলে তাঁর সম্পর্কে তেমন কিছু জানতাম না। অথচ তিনি এ কুমিল্লার কৃতী সন্তানদের একজন- একথা বলা অত্যুক্তি  হবে না। তাঁর সম্পর্কে প্রথম জানি কুমিল্লার সুপরিচিত ফটো সাংবাদিক ওমর ফারুকী তাপসের কাছ থেকে ভাষা সংগ্রামী-সাংবাদিক শহীদুল্লাহ তাঁর মামা। বেশ কিছুদিন আগে ওমর ফারুকী তাপস দৈনিক শিরোনাম কার্যালয়ে আসেন, দৈনিক শিরোনাম সম্পাদক নীতিশ সাহার সাথে দেখা করতে। কথায় কথায় এক প্রসঙ্গে বলেন, তাঁর মামার কথা। বলেন, আপনি তো লেখালেখি করেন, আমার মামা সম্পর্কে আপনি কিছু জানেন কিনা? অনেকটা ‘থ’ হয়ে তার দিকে তাকিয়ে থাকি। আমার মামা শহীদুল্লাহ সম্পর্কে ভালো বলতে পারবেন বাবুল ভাই।

সাথে সাথে সাপ্তাহিক অভিবাদন সম্পাদক ও কুমিল্লা প্রসক্লাবের সাবেক সভাপতি আমার অত্যন্ত কাছের মানুষ আবুল হাসানাত বাবুলকে ফোন করি। তিনি সংক্ষিপ্ত ভাবে যা বললেন তাতে খানিকটা অবাক হযে়ছি। মনে মনে ভাবছি, চার দশকের বেশি সময় কুমিল্লা সাহিত্যাঙ্গনে কাজ করছি অথচ কুমিল্লার কৃতীসন্তান শহীদুল্লাহ্ সম্পর্কে কিছুই জানিনা। আমার এ অজ্ঞতার জন্য অনুতপ্ত বোধ করি। এরপর তাঁকে জানার জন্য কয়েক  জায়গা ফোন করি। একদিন কবি ও নজরুল গবেষক ড. আলী হোসেনকেও প্রশ্ন করি- তিনি বলেন, এ নামে একজনকে চিনতাম।

তবে তিনি সাংবাদিক হিসেবে সুপরিচিতি ছিলেন না। মাঝে মাঝে তাকে দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে আসতে-যেতে। আবুল হাসানাত বাবুল বলেন, শহীদুল্লাহ ভাষা সংগ্রামী, সাংবাদিক ও কবি ছিলেন। তিনি ‘সাহিত্য রত্নে ‘ উপাধিতে ভূষিতও

হয়ে  ছিলেন। আমার প্রতিবেশী। সাংবাদিক ওমর ফারুকী তাপসের মামা হন। তিনি তো মারা গেছেন। সেদিন আবুল হাসানাত বাবুলের সাথে এর বেশি কথা হয়নি। ওমর ফারুকী তপস বলেছিলেন, তাঁর মামা শহীদুল্লাহ সম্পর্কে সাংবাদিক নজরুল ইসলাম দুলালও কিছু কথা বলতে পারবে। দুলাল রচিত ‘আলোকিত কুমিল্লা’ গ্রন্থে শহীদুল্লাহর সংক্ষিপ্ত পরিচিত রযে়ছে। কদিন আগে জেলাপ্রশাসকের কার্যালযে়র সামনে নজরুল ইসলাম দুলালের সাথে দেখা হয়।

তিনি বলেন, শহীদুল্লাহ সম্পর্কে খুব বেশি জানা হয়নি। তবে তার গ্রন্থে এ সম্পর্কে  সংক্ষিপ্ত  পরিচিতি রযে়ছে। গ্রন্থটি আমার সংগ্রহে আছে কিনা- বাসায় এসে খুঁজে দেখি। না, পাইনি। আবারো সাংবাদিকতা ক্ষেত্রে  আমার অগ্রজ প্রতিম আবুল হাসানাত বাবুলের দ্বারস্থ হই। তিনি বলেন, ‘আমার প্রতিবেশি শহীদুল্লাহ’ কে ‘চাচা’ বলে ডাকতাম।

প্রতিবেশি শহীদুল্লাহকে ‘চাচা’ বলে ডাকতাম। কুমিল্লায় জন্ম হলেও তিনি বেশির ভাগ সময় ঢাকাতেই থাকতেন। আমাদের এলাকায় যে কটি শিক্ষিত পরিবার ছিল এর মধ্য  শহীদুল্লার পরিবার অন্যতম। তিনি অনেকটা অস্থির প্রকৃতির ছিলেন। সাহিত্যচর্চা করতেন, সংবাদিকতা করতেন- তবে কীভাবে ‘সাহিত্য রত্ব’ উপাধিতে ভূষিত হযে়ছেন, তা আমার জানা নেই। সাপ্তাহিক আমোদ সম্পাদক মোহাম্মদ ফজরে রাব্বী ও দৈনিক রূপসী সম্পাদক অধ্যাপক আবদুল ওহাবের সাথে যোগাযোগ ছিল। যদ্দুর জানি, শহীদুল্লাহ ৩-৪টি সাহিত্য সাময়িকীয় সম্পাদক ছিলেন। শেষ পর্যাযে় একটি সাপ্তাহিক পত্রিকা বের করেছিলেন, তা আমার সংগ্রহে ছিল। কিন্তু এ মুর্হূতে নাম মনে করতে পারছি না।

তিনি দুবারে জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা থেকে প্রার্থী হয়ে ছিলেন, ১৯৭৩ সালে জাসদ-এর টিকেটে এবং ১৯৭৯ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে। ১৯৭৯ সালে। আনসার আহমেদ জাসদে এর টিকেটে কুমিল্লা

সদর আসন থেকে জাতীয়  সংসদ সদস্য পদে নির্বাচন
করেন। আনসার আহমেদ ১৯৮৬১৯৮৮ সালে জাতীয় পার্টি থেকে জাতীয়  সংসদ সদস্য পদে দু’বার নির্বাচিত হন।

পঞ্চাশের দশকে শহীদুল্লাহ কবি সাহিত্যিক  হিসেবে সুপরিচিত লাভ করলে কুমিল্লা তাঁর তেমন পরিচিতি ছিল না। কুমিল্লা ভিক্টারিয়া কলেজে অধ্যয়নকালে তিনি ভাষা  আন্দোলন সাথে সম্পৃক্ত ছিলেন বলে শুনেছি। ওই সময় পুলিশ তাঁকে আটকও করেছিল, তবে তাঁকে জেলখানায় পাঠিয়েছিল নাকি থানা থেকে মুক্তি পেয়ে ছিলেন তা জানিনা।

আগেই বলেছি, শহীদুল্লাহ আমার প্রতিবেশি ছিলেন। আমার বাডীর পূর্ব দিকে ২টি বাডি়র পরই তাঁর বাডী। তিনি সাপ্তাহিক আমোদ কার্যালযে় আসতেন এবং আমোদ প্রতিষ্ঠাতা মোহাম্মদ ফজলে রাব্বীকে ‘রাব্বী ভাই’ বলে সমে্বাধন করতেন। সাপ্তাহিক আমোদ-এ তাঁর লেখাও ছাপা হযে়ছে। তিনি ধার্মিক  ছিলেন বটে. তবে বৈজ্ঞানিক সমাজতন্ত্র বিশ্বাসী হযে় জাসদ-এর ব্যানারে নির্বাচনও করেছেন। সব সময় তাঁর মাথায় টুপি থাকতো। শ্যামলা বর্ণের   মাঝারী গড়নের লোক ছিলেন। মেজর আফসার উদ্দিনের নেতৃত্ব
১৯৭৮-১৯৭৯ সালে ফিলিস্তিনের আন্দোলনে অংশগ্রহণ করেছেন- এরই আলোকে কান্দিরপাড় মসজিদে ফিলিস্তানীদের পক্ষে বক্তব্যও রেখেছেন।

তিনি  যে বছর মৃত্যুবরণ করেন সেই বছর মৃত্যুর মাত্র কয়েকদিন আগে আমার বাসায় রাত ১১ টায় স্ত্রীক উপস্থিত হয়ে ছিলেন। রাতে আমার বাসায় খাওয়া-দাওয়া করে ছিলেন। চাঁনপুরে পারিবারিক কবর স্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায়  আমিও অংশগ্রহণ করে ছিলাম। এর কযে়ক দিন পর ওমর ফারুকী তাপস আমাকে একটি সংকলনের কযে়ক পৃষ্ঠা ফটোকপি পাঠান। এটি পডে় বিস্মযে়র পাল্লা আরো ভারী হয়। নিশ্চিন্ত ভাবে বলা যায়, ভাষাসংগ্রামী, সাহিত্যচর্চা ও সাংবাদিকতা ক্ষেত্রে  শহীদুল্লাহর অবদান অনস্বীকার্য। নিরবে-নির্ভূতে তিনি সমাজের জন্য, জাতির জন্য অন্যান্য সাধারণ ভূমিকা রেখেছেন।

দুই.

ভাষা সংগ্রামী-সাহিত্যিক-সাংবাদিক শহীদুল্লাহ্ সাহিত্য রত্ব ১৯২৩ সালের ১৮ জুলাই কুমিল্লা শহরতলীর চাঁনপুর গ্রামে এক সম্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মৌলভী মকসুদ আহমদ ও মাতা মরিয়ম বেগম। তিনি কুমিল্লা জিলা স্কুল থেকে ম্যাট্রিক (বর্তমানে
এসএসসি), কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্সসহ এমএ পাস করেন।
১৯৪৭ সালে মাসিক ‘কোরক’-এর সম্পাদক হিসেবে আত্মপ্রকাশ করেন। এর আগে তিনি বহু পত্র পত্রিকায়  কবিতা লিখেছেন।
তিনি দৈনিক ইনসাফ, দৈনিক আজাদ, সাপ্তাহিক ইত্তেফাক, দৈনিক ইত্তেহাদ, দৈনিক অবজারভার দৈনিক পাকিস্তান পোষ্ট-এ সাংবাদিকতা করেছেন। নিজ প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানে তিনি দীর্ঘদিন শিক্ষকতাও করেছেন।
ভাষা আন্দোনের  সূচনালগ্ন থেকেই শহীদুল্লাহ এ আন্দোলনে  সম্পৃক্ত হন। ১৯৪৭ সালে ভারতবর্ষ বিভক্তির মাত্র ১৭ দিন পরই প্রতিষ্ঠিত হয় তমদ্দুন মজলিস। অক্টবর মাসে এ মজলিসের উদ্দ্যাগে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রশ্নে সাহিত্য সভা অনুষি্ঠত হয়। তমদ্দুন মজলিসের কর্মী হিসেবে শহীদুল্লাহ ওই সভায় উপস্থিত  ছিলেন। তিনি বাংলাকে রাষ্ট্রভাষা করার  দাবিতে তৎকালীন সভা সমাবেশে অংশগ্রহণ করতেন এবং তমদ্দুন মজলিসের একনিষ্ঠ কর্মী হিসেবে সক্রিয় ভূমিকা রাখেন।

১৯৪৮ সালে ভাষা আন্দোলনের
মুখপত্র হিসেবে ‘সৈনিক’ পত্রিকায় প্রকাশিত হয়। এ পত্রিকায় প্রচার, প্রসার ও লেখার ক্ষেত্রে  কবি শহীদুল্লাহ উল্ল্যােখযোগ্য ভূমিকা পালন করেন। কবি ও সাংবাদিক শহীদুল্লাহ ভাষা সংগ্রামী ধীরেন্দ্রনাথ দত্তকে ‘কাকা বাবু’ বলে সমে্বাধন করতেন এবং তাঁর স্নেহধন্য ছিলেন। ভাষা আন্দোলন সংক্রান্ত ব্যাপারে তাঁরা প্রায়ই একত্রে আলোচনায় মিলিত হতেন। ১৯৪৮ থেকে ১৯৫১ সাল পর্যন্ত তমদ্দুন মসজিদ আয়োজিত প্রায় প্রতিটি সভায় কবি শহীদুল্লাহ অংশগ্রহণ করেছেন। ১৯৫১ সালে কবি শহীদুল্লাহ ভাষা আন্দোলন ভিত্তিক রচনা করেন ‘ঘরের খবর’ শীর্ষক কবিতা। ব্যাঙ্গাত্মক এ কবিতাটির বিজ্ঞাপন প্রকাশিত হয় দৈনিক আজাদ এ, পরবর্তী সময়ে এটি বই আকারে প্রকাশিত হয়। ‘পাকিস্তানি পাঁচ বছর’ শীর্ষক শিরোনামে।

কবিতাটির দুটি পংকি্ত এরকম:

‘রাষ্ট্র ভাষা বাংলা চাই

(নইলে) বাংলা ভাষার রাষ্ট্র চাই।’

কবি শহীদুল্লাহ রচিত এ বই সে-সময় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। ১৯৫১ সালে দিনাজপুরের গৌড়বঙ্গ সাহিত্য পরিষদ ও যশোর সাহিত্য পরিষদ মোঃ মজিবুর রহমান, কাজী আবদুল অদুদ সহ কবি শহিদুল্লাহ’কে ‘সাহিত্যরত্ব’ উপাধিতে ভষিত করে।

১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারীর পর কুমিল্লায় যখন এ আন্দোলন চাঙ্গা হযে় ওঠে ওই সময় কবি ও সাংবাদিক শহীদুল্লাহ এ আন্দোনের অগ্রণী ভূমিকা রাখেন। ২৮ ফেব্রুফারী কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় তিনি সভাপতিত্ব করেন। এ সভায় তিনি বলেন, ‘ভাষা শহীদদের রক্ত বৃথা যেতে দেব না, বৃথা যেতে পারে না’। বক্ত্যাবের পর তিনি স্বরচিত কবিতা আবৃতি্ত করেন: ‘শহীদদেরই রক্ত লেখায় হউক সরকারের সর্বনাশ খুনীর চেয়ে অধম এরা এদের কেন হয় না ফাঁস।’

এ ঘটনার পর পুলিশ কবি ও সাংবাদিক শহীদুল্লাহ’কে গ্রফতার করেন। তিনি দীর্ঘ সাত মাস পর কারামুক্ত হন।

বাংলা কলেজ প্রতিষ্ঠা, বাংলা ভাষার উন্নয়ন ক্ষেত্রেও ভাষা সংগ্রামী শহীদুল্লাহ সাহিত্য রত্ন অন্যান্য সাধারণ ভূমিকা পালন করেন। ১৯৭১ সালে মুক্তিযোদ্ধের একজন সংগঠক হিসেবেও কাজ করেছেন।
সমাজসেবা ও শিক্ষা মূলক  তাঁর অবদান অনস্বীকার্য। ২০০৫ সালের ১৮ জুলাই ভাষা সংগ্রামী, কবি ও সাংবাদিক শহীদুল্লাহ মৃত্যুবরণ করেন। (ইন্নালইলাহি ওয়া ইন্নালইলাহি রাজিউন)

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম