1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সানাউল্লাহর বেপরোয়া দুর্নীতি! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“মজবুত সংগঠন কায়েম ছাড়া কল্যান রাষ্ট্র গঠন সম্ভব নয়”- সাইফুল আলম খান মিলন প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাউজানে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদত বার্ষিকী পালিত বুদ্ধিবৃত্তিক সংগঠন পাটাতনের নতুন কমিটি ঘোষণা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি  ফাদার’স এইড বাংলাদেশ কতৃক আয়োজিত “জুনিয়র ইসলামিক স্কলার’স ট্যালেন্ট সার্চ” বৃত্তি পরীক্ষার প্রথম রাউন্ড সেনবাগ উপজেলার সকল মাদ্রাসায় একযোগে অনুষ্ঠিত হয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন অপহরণের ৭ ঘণ্টা পর এক শ্রমিক উদ্ধার ২০২৪-২৫ সেশনের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কোনো দল ও গোষ্ঠী কাউকে ক্ষমা করার এখতিয়ার রাখে না – মাগুরায় শিবির সেক্রেটারি মাগুরায় বিএনপি’র দু-গ্রুপের সংঘর্ষে আহত-১০, বাড়ি-ঘর ভাংচুর! এলাকা থমথমে!

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সানাউল্লাহর বেপরোয়া দুর্নীতি!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৪৩ বার

 নিজস্ব প্রতিবেদকগ:

ণপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী এএসএম সানাউল্লাহর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর, ঢাকার নির্দেশনা অমান্য করে মাত্র ছয় মাসে ৫৪ দরপত্র এলটিএম এর পরিবর্তে ওটিএম করে পছন্দের ঠিকাদার কাজ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এই ছাত্রলীগ ক্যাডার খ্যাত প্রকৌশলী বুয়েটে ছাত্রলীগের ক্যাডার ছিল। এই সানাউল্লাহ্ পূবেও গণপূর্ত বিভাগ-২ উপ-বিভাগীয় প্রকৌশলী দায়িত্ব পালন করেন গণভবন ও প্রধান মন্ত্রী কার্যালয়ের সকল পথ ঘাট তার চেনা শোনা যায় তিনি র এর এজেন্ট এজন্যে ঘোটা অধিদপ্তর তিনি দাপিয়ে বেড়ান। নামে-বেনামে বিপুল সম্পিত্তি আছে তার একাধিক ফ্ল্যাট রয়েছেন।

তিনি ঢাকা গণপূর্ত বিভাগ-২ এ যোগদান করার পর থেকে ক্ষমতার অপব্যবহার করে অধিকাংশ ওটিএম দরপত্র তার পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিয়ে আসছেন। এ কারণে অনেক সাধারন ঠিকাদারি প্রতিষ্ঠানের সক্ষমতা থাকা সত্ত্বেও কাজ থেকে বঞ্চিত হচ্ছে।

জানা যায়, তিনি দপ্তরের বিভিন্ন মেরামত ও রক্ষনাবেক্ষন এপিপির কাজ শতকরা ৫০ ভাগ টেন্ডার এলটিএমের পরিবর্তে ওটিএম করেছেন। ব্যাপক অনিয়ম করে নির্বাহী প্রকৌশলী সানাউল্লাহর পছন্দের ঠিকাদারকে কাজ দিয়েছেন ১০% কমিশনের বিনিময়। জুন মাসেও যে ওটিএম করেছে তার কাজ এখনো সমাপ্ত হয়নি । দরপত্রের নিয়ম অনুযায়ী যতটুকো কাজ হবে ততটুকু বিল দেবে কিন্তু প্রকৌশলী সানাউল্লাহ নিয়মনীতির তোয়াক্কা না করেই বিল দিয়ে দিচ্ছেন তার পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে। ওটিএমের আইডি গুলো হলো: 997828,997827, 997826,997825, 995647, 994880, 995463, 995464, 995465, 995466, 995467, 994879, 995488, 995489, 995490, 995491, 995492, 995493, 994850, 994851, 995148, 994647, 994646, 994817, 994818, 994480, 994598, 994629, 994625, 994626.

ছাত্রলীগের নামধারী এই প্রকৌশলী গুরুত্বপূর্ন এই ডিভিশনে এসে ব্যাপক দূর্নীতি করে স্বৈরাচার সরকারকে ফান্ডিং করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঠিকাদার জানান, সানাউল্লাহ এই ডিভিশনে আসার পরে পছন্দের ঠিকাদারকে কাজ দিয়ে ব্যাপক কমিশন হাতিয়ে নিয়ে বাহিরে অর্থ পাচার করেছে।

আরেকটি সূত্রে জানাযায়, সানাউল্লাহ গোপনে দেশ বিরোধী স্বার্থান্বেষী মহলের কাছে তথ্য পাচার করছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি নিয়মের বাইরে কোন কাজ করি না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম