বাঁশখালীতে ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্বরত শিক্ষার্থীদের পাশে সাবেক মেয়র কামরুল ইসলাম
শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ ছবি সংযুক্ত
দেশ সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যারা বাঁশখালীতে ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেছেন তাদের মাঝে বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম হোসাইনীর ব্যক্তিগত উদ্যোগে দুপুরের খাবার, পোশাক, ট্রাফিক লাইট (ডান লাইট) বিতরণ করা হয়।
সারাদেশে সড়কে শৃঙ্খলার দায়িত্বে এখন সাধারণ শিক্ষার্থীরা। নৈপুণ্য দেখিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন তারা। রাস্তায় দায়িত্ব পালন করা এসব শিক্ষার্থীর খাবার ও পানিসহ প্রয়োজনীয় উপকরণ দিয়ে পাশে থাকছে বিভিন্ন শ্রেণির মানুষ, সংগঠন ও প্রতিষ্ঠান। বাঁশখালীও তার ব্যতিক্রম নয়।
মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ২টার দিকে উপজেলা সদরে ট্রাফিক কার্যক্রমে দায়িত্ব পালনকারী উদ্যোমী শিক্ষার্থীদের মাঝে ট্রাফিক লাইট, পোশাক ও সহায়ক সামগ্রী বিতরণ এবং তার পূর্বে অর্ধশত শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন তিনি।
এ সময় তিনি জানান, ‘অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহনের পূর্ব থেকেই শিক্ষার্থীরা রাস্তা-পরিষ্কার ও ট্রাফিকের কাজ শুরু করেন। রাষ্ট্র যদি চায় ট্রাফিক বিভাগকে দুর্নীতি মুক্ত করনে উন্নত দেশের অনুকরণে শিক্ষার্থীদের এই সেক্টরে পার্ট-টাইম জব এর সুযোগ সৃষ্টি করা যেতে পারে।’ তিনি আরো জানান, ‘বাঁশখালী প্রধানসড়কে নিত্যযানযট লেগে থাকে। ছাত্ররা যখন ট্রাফিকের দায়িত্বে কাজ করছে তখন থেকে কোনো যানযট ছাড়াই লোকজন স্বাভাবিকভাবে যাতায়ত করতে সক্ষম হয়েছে। আমাদের ছাত্র সমাজ দেখিয়ে দিচ্ছে কিভাবে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়।’
শিব্বির আহমদ রানা
বাঁশখালী প্রতিনিধি
০১৮১৩৯২২৪২৮
১৩.০৮.২০২৪ খ্রিঃ