1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায়  জমাজমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ আহত- ৬ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাজশাহীতে মানবসেবা অভিযানের শীতবস্ত্র বিতরন ও চিকিৎসা সহায়তা প্রদান শেখ হাসিনা এত অন্যায় ও পাপ করেছিল যে তার পালানো ছাড়া আর কোন পথ ছিল না — মির্জা ফখরুল চৌদ্দগ্রামে মহাসড়কে অটো-রিকশা চাপায় শিশু নিহত মসজিদের মাইকে ডাকাত আসার খবরে স্থানীয়রা বের হলে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা রুপনগর থানা শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের জনসভায় বক্তব্য বলেন– এই দেশে কোনো সাম্প্রদায়িকতা নেই- মির্জা ফখরুল চৌদ্দগ্রামে আদালতের নির্দেশ উপেক্ষা করে জোরপূর্বক অন্যের জমিতে মাটি ভরাট ঠাকুরগাঁওয়ে আ.লীগ নেতাকর্মীদের বিএনপিতে যোগদান, যা জানা গেল সংবাদ সম্মেলনে ! কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন মাগুরায় শাহ্ আব্দুল গাফ্ফার প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও বৃত্তি প্রদান

মাগুরায়  জমাজমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ আহত- ৬

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৫৬ বার

মোঃ সাইফুল্লাহ মাগুরা

মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বিবাদমান দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে শ্রীপুর উপজেলার ৫নং দ্বারিয়াপুর ইউনিয়নের নলখোলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের ৬ জন মারাত্মক আহত হয়। আহতরা বর্তমানে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট  সদর হাসপাতাল ও শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

৩ আগস্ট শনিবার সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, নলখোলা গ্রামের মোঃ রুস্তম আলী  খান, মুক্তার শেখ ও আজমল খানের মধ্যে প্রায় ২০ বছর যাবৎ জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ জমি সংক্রান্ত বিষয়ে এর আগেও বেশ কয়েকবার উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। এ বিষয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে।এ কারণে গ্রাম্য শালিসে আদালতের চুড়ান্ত রায় না হওয়া পর্যন্ত উভয় পক্ষের ওই জমিতে কোন কাজ না করার জন্য বলা হয়৷ কিন্তু কোন কিছুর তোয়াক্কা না করে মুক্তার শেখ ওই জমিতে জোরপূর্বক জবরদখলের পায়তারা চালিয়ে আসছে। কয়েকদিন আগে জোরপূর্বক সে ওই জমিতে কলাগাছ রোপন করে । শুক্রবার বিকেলে রুস্তম খান ওই কলাগাছ তুলতে গেলে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময়  উভয় পক্ষের ফারুক শেখ (৩৮), কামিরুল ইসলাম (৫০), মুক্তার শেখ (৫০), সুমন শেখ (২৮), পান্নু শেখ (৪৫), ও মানিক শেখ (৫৫) মারাত্মক আহত হয়।

 

এ বিষয়ে রুস্তম আলী  খান বলেন, এ জমি আমার কেনা সম্পত্তি । দলিলও আমার নামে। কিন্তু মুক্তার শেখ রেকর্ডীও সম্পত্তি হিসেবে এ জমি তাদের বলে দাবি করে। যতবারই কোর্টের রায় হয়েছে ততবারই ওই জমি আমি পেয়েছি। কিন্তু তারা এই জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছে। জোরপূর্বক কলাগাছ লাগিয়েছে। আমরা বাঁধা দেওয়ায় মুক্তার, সুৃমন, পান্নু, মানিক, সজল ও জোয়ার্দার পাড়ার লোকজনসহ আমাদের উপর অতর্কিত মারধর শুরু করে। আমরা এর সঠিক বিচার চাই।

এ বিষয়ে মুক্তার শেখ বলেন, জমি আমাদের তাই আমরা সেখানে কলাগাছ লাগিয়েছি। তারা আমাদের লাগানো কলাগাছ তুলে দিয়েছে। আমরা প্রতিবাদ করায় তারা আমাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে।

এ বিষয়ে আজমল হোসেন বলেন, জাফর শেখের কাছ থেকে আমি ২ শতক জমি কিনেছি। দলিল ও আমার নামে। আমি নৌবাহিনীর চাকরির সুবাদে বাইরে থাকি। তারা আমাকে ওই জমিতে যেতেই দেয় না।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, মারামারির সংবাদ শোনার পর পুলিশ সেখানে গিয়েছিল। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। কোন পক্ষই এখন পর্যন্ত  লিখিত অভিযোগ দেয়নি৷ অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম