স্টাফ রিপোর্টার
নবীগঞ্জে লন্ডন প্রবাসী মিনাল আহমদ চৌধুরী কর্তৃক নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও সিনিয়র সাংবাদিক মুরাদ আহমদ এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত দুটি মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নবীগঞ্জ প্রেসক্লাব। শহরের মদীনা জামে মসজিদের কমিটি গঠনে অনিয়ম ও শহরের হাসপাতাল সড়কস্থ খালিক মঞ্জিলের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী জোছনা চৌধুরী কর্তৃক বাসায় তালা দেয়া, ভাংচুর ও লুটপাটের অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় ও জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হয় এরই প্রেক্ষিতে মিনাল আহমদ চৌধুরী ক্ষিপ্ত হয়ে অন্য আর কারও বিরুদ্ধে মামলা না করে শুধু মাত্র সাংবাদিক মুরাদ আহমদকে আসামি করে পরপর দুটি মামলা বিগত সরকারের কালো আইন (ডিজিটাল নিরাপত্তা আইন) মামলা করেন। যা পরিস্কার ভাবে পরিকল্পিত হয়রানি ও উদ্দেশ্য মূলক হিসেবে প্রতিয়মান হয়েছে। এরই প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম.এ আহমদ আজাদ ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই মামলা দায়েরে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সভাপতি ও সাধারণ সম্পাদক দায়েরকৃত দুটি মামলা অবিলম্বে প্রত্যাহার করার জন্য জোর দাবি জানান। সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা যাতে অযথা হয়রানি মুলক পদক্ষেপ গ্রহণ না করার জন্য অনুরোধ করেন তারা।