” বিবৃতি “
১. অন্তর্বর্তী সরকারের দুর্বল ব্যবস্থানার সুযোগে বিএনপি’র নামে দেশের সর্বত্র ব্যাপক অরাজকতা সৃষ্টির খবর আসছে প্রতিনিয়ত। আওয়ামী সন্ত্রাসীদের ফেলা যাওয়া জায়গাগুলোতে বিএনপি সন্ত্রাসীরা বসে দেশটাকে আবার লুটেপুটে খাওয়ার জন্য নতুন প্রতিযোগিতা শুরু করেছে তারা।
২. বৈষম্য বিরোধী ছাত্রজনতার গণঅভ্যুত্থান ও গণবিপ্লবের পর বিএনপি ওয়ালারা সব কিছুর উত্তরাধিকারী নিজেদের ভাবতে শুরু করেছে।
৩. নজরদারির অভাবে দখলবাজি, চাঁদাবাজি ও প্রতিপক্ষকে মেরেপিটে মামলা হামলার মাধ্যমে সারদেশে বিএনপি’র নমে যা চলছে, তা প্রতিরোধ ও পুনরুদ্ধার ব্যতীত বিপ্লবোত্তর বৈষম্যমুক্ত দেশ গোড়ার স্বপ্ন বিলীন হয়ে যাবে।
৪. যৌথ বাহিনী মাঠে থাকলেও, তারা অস্ত্র উদ্ধার ব্যতীত অনিয়ম, অন্যায় ও অরাজকতা রোধে পরিকল্পিত কোন পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়-না! ফলে সমাজিক শান্তি বিনষ্ট হয়ে পড়তে শুরু করেছ।
৫. বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখিয়ে, বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্রজনতা, এখন জাতীয় নাগরিক কমিটি রূপ পরিগ্রহ করলো। এই কমিটি সাংগঠনিক কাজের পাশাপাশি রাষ্ট্রসংস্কার ও সংগঠনে প্রবৃত্ত থাকতে হবে। এজন্য ফর্মূলা বা রূপরেখা তৈরি আপনাদেরই কাজ।
৬. কিন্তু বিএনপি’র নামে যেসব অপকর্ম হচ্ছে, সেগুলো রোধ করার জন্য যৌথ বাহিনীকেও জাতীয় নাগরিক কমিটির সহযোগিতা করা বাঞ্ছনীয়।
৭. তাই অনিয়ম, অন্যায়, চাঁদাবাজি, দখলবাজি ও আইন নিজের হাতে তুলে নেয়ার মতো যে-কোনো অরাজকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য জাতীয় নাগরিক কমিটির প্রতি আহ্বান জানাচ্ছি।
—— এম এ বার্নিক
সভাপতি, জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলন