1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আদালতের রায়কে ৫ বছর যাবত বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শাহ্ আব্দুল গাফ্ফার প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও বৃত্তি প্রদান খেতাব-বঞ্চিত সেক্টর কমাণ্ডার মেজর জলিল ও মেজর জয়নুলকে স্বীকৃতিদানের জন্য অধ্যাপক বার্ণিকের আহ্বান মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে আ.লীগের শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান, প্রতিবাদে বিক্ষোভ ! ঠাকুরগাঁওয়ে খুদে শিক্ষার্থীদের বিস্ময়কর প্রতিভা গুণীজনদের সম্মাননা দিলেন সোনারগাঁ মিডিয়া প্লেসক্লাব ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনা রোধে চালকদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে স্ত্রীর নির্যাতন মামলায় উপ-সহকারী মেডিকেল অফিসার বরখাস্ত ! পুঁইছড়ি নিউ জেনারেশন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ গুণীজনদের সম্মাননা দিলেন সোনারগাঁ মিডিয়া প্লেসক্লাব

আদালতের রায়কে ৫ বছর যাবত বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৩ বার

ফজলে মমিন,শ্রীপুর(গাজীপুর)

তুলা বীজ বর্ধন খামার প্রকল্পের ১০ জন কর্মচারীর ভবিষ্যৎ অনিশ্চিত, ৫ বছর পেরিয়ে গেলেও সর্বোচ্চ আদালতের রায় বাস্তবায়নে টালবাহানা করছেন নির্বাহী পরিচালক।

‘তুলা উন্নয়ন বোর্ডের গবেষণা কর্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পে’র মাধ্যমে তুলা উন্নয়ন বিষয়ক গবেষণা কার্যক্রমটি ২০১০ সালে শুরু হয়। শেষ হয় ২০১৬ সালের জুন মাসে। শর্ত ছিল কাজ শেষে স্বাভাবিকভাবেই তাদের চাকুরী রাজস্ব বাজেটে স্থানান্তর করা হবে। কিন্তু অদৃশ্য কারণে সেটি করা হয়নি। অতঃপর ভুক্তভোগীরা চাকুরী রাজস্ব খাতে স্থানান্তর চেয়ে উচ্চ আদালতে রিট করেন (রিট পিটিশন নম্বর ৮১৯৬/২০১৬) অতঃপর উচ্চ আদালত রাজস্ব খাতে স্থানান্তরের জন্য রায় দেন।

পরবর্তীতে ‘তুলা উন্নয়ন বোর্ড’ ওই রায় বাতিল চেয়ে আপিল করেন, এরপর আপিল বিভাগ পূর্বের রায় বহাল রাখেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় গুলোকে ১৪ দিনের মধ্যে রায় বাস্তবায়নের জন্য নির্দেশ দেন।

এ বিষয়ে চাকুরী রাজস্ব খাতে ফিরে পেতে আইনি লড়াই করেছেন কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার গোরবমন্ডল গ্রামের মৃত জিয়ার উদ্দিনের সন্তান মো: জহুরুল হক, দিনাজপুর সদর উপজেলার মাসুদ রানা, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কানিজ তানিয়া, রংপুর সদর উপজেলার আফসানা খানম, মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বিলকিস, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার হায়দার হোসেন ও পটুয়াখালীর রাঙ্গাবালি উপজেলার স্বপন মিয়া।

ভুক্তভোগীরা আইনি লড়াইয়ে জয়ী হওয়ার পরও চাকুরী না পেয়ে নিঃস্ব প্রায়। তারা সকলেই জানিয়েছেন, উচ্চ আদালত এবং আপিল বিভাগ রাজস্ব খাতে চাকুরী দিতে রায় দেন ২০১৯ সালে। এরপর ৫ বছর পেরিয়ে গেলেও ওই রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আসছেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক। আমরা দ্রুত এসব টালবাহানার সমাধান চাই। রাজস্ব খাতে আমরা আইনিভাবে চাকুরী পাই, তবুও নানারকম জটিলতা দেখিয়ে চাকুরী দেয়া হচ্ছে না। আমাদের প্রতি অন্যায় করা হচ্ছে। আমাদের চাকুরী ফেরত চাই।

রায় প্রদানের পর ৫ বছরে পেরিয়ে গেলেও বাস্তবায়ন করেননি তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মো. ফখরে আলম ইবনে তাবিব। এসব বিষয়ে তিনি বলেন, যেহেতু উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে, ওই রায় বাস্তবায়ন করা হবে, তবে অর্থ মন্ত্রণালয়ের মতামত প্রয়োজন। ওই মতামত পত্র পেলে শীঘ্রই বাস্তবায়ন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম