স্পেশাল করসপন্ডেন্ট
কুমিল্লার লাকসামে বন্যাকবলিত দুর্গম এলাকায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ ও মেডিকেল ক্যাম্প, চিকিৎসা সহায়তা কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ হোমিওপ্যাথিক জাতীয় ঐক্য জোট।
গত ১১ সেপ্টেম্বর ২০২৪ ইং বুধবার কুমিল্লার লাকসাম উপজেলার বন্যাকবলিত দুর্গম এলাকার মাঝে বিপুল পরিমাণ ত্রাণ বিতরণ করে।
পাশাপাশি বাংলাদেশ হোমিওপ্যাথিক জাতীয় ঐক্য জোট অন্য একটি টিম বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে তাঁরা জন সাধারণের মাঝে চিকিৎসা সেবার প্রদান করে।
এসময় কয়েক হাজার রোগী স্বাস্থ্য সেবা নেন এবং তাদের মাঝে ঔষধ ও চিকিৎসা সহায়তা প্রদান করে।
এই ত্রাণ কার্যক্রমটি সর্বিক ভাবে পরিচালনায় নেতৃত্বদেন সংগঠনের আহবায়ক ডাঃ শাহাজালাল আহামেদ, সহযোগিতায় ছিলেন সদস্য সচিব ডাঃ আল হাসান মোবারক, ডাঃ কাসেম উর রহমান, ডাঃ শামসুল হক সামস্ এবং সংগঠনে অন্যান্য ডক্টরস্ নেতৃবৃন্দ।
এর আগে গত কয়েক দিন যাবত প্রায় শতজন স্বেচ্ছাসেবী কর্মীদের অক্লান্ত পরিশ্রমে মাধ্যমে
এই বিপুল পরিমাণ ত্রান সামগ্রী খাদ্য, ওষুধ, চিকিৎসা সামগ্রী বিতরণ জন্য প্রস্তুত করে এবং ভোর বেলাতে ট্রাক ও মাইক্রবাসে ঢাকা থেকে কুমিল্লার উদ্দেশ্য রউনা হয়।
এই বিশাল কর্মযজ্ঞ সহযোগিতা করায় স্বেচ্ছাসেবী ও সংশ্লিষ্ট সকল কে ধন্যবাদ জানান সাংগঠনের আহবায়ক ডাঃ শাহজালাল আহমেদ।