1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে দখল করা জমি ফেরত চেয়ে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি  ফাদার’স এইড বাংলাদেশ কতৃক আয়োজিত “জুনিয়র ইসলামিক স্কলার’স ট্যালেন্ট সার্চ” বৃত্তি পরীক্ষার প্রথম রাউন্ড সেনবাগ উপজেলার সকল মাদ্রাসায় একযোগে অনুষ্ঠিত হয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন অপহরণের ৭ ঘণ্টা পর এক শ্রমিক উদ্ধার ২০২৪-২৫ সেশনের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কোনো দল ও গোষ্ঠী কাউকে ক্ষমা করার এখতিয়ার রাখে না – মাগুরায় শিবির সেক্রেটারি মাগুরায় বিএনপি’র দু-গ্রুপের সংঘর্ষে আহত-১০, বাড়ি-ঘর ভাংচুর! এলাকা থমথমে! বাবা ভুয়া মুক্তিযোদ্ধা হলেও সন্তান কোটায় চাকরি কুমিল্লার এসপি হচ্ছেন জুলাই বিপ্লবে গুলি করা ছাত্রলীগ ক্যাডার নাজির রাউজান পৌর কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আজম- সম্পাদক ইকতিয়ার বিআইডব্লিউটিএর সিভিল ও সার্ভেয়ার জটিলতার অবসায় চায় কর্মকর্তারা ভুয়া চিকিৎসা সেবায় জরিমানা ১০ হাজার: সাংবাদিকদের হুমকি

চৌদ্দগ্রামে দখল করা জমি ফেরত চেয়ে সংবাদ সম্মেলন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫০ বার

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার চৌদ্দগ্রামে এক জায়গায় জমি কিনে জোর পূর্বক অন্য পাশ দিয়ে অতিরিক্ত দখল করা জমি ফেরত চেয়েছেন প্রকৃত মালিকরা। সোমবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় কনকাপৈত বাজারে একটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান ওই এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে আবদুল মমিন এবং আমিনুল ইসলাম। লিখিত অভিযোগে তারা জানান, ওয়ারিশ সূত্রে চৌদ্দগ্রাম কনকাপৈত মৌজায় ১২৫ দাগে তাদের ৩১ শতাংশ জমি রয়েছে। এর অংশীদার আমরা ৮ ভাই তিন বোন। এর মধ্যে ২০১৬ সালে আমাদের এক ভাই দৌলত আহমেদ উক্ত জমি থেকে ১.২৪ শতাংশ বিক্রি করে একই এলাকার খোরশেদ আলমের কাছে । পরবর্তীতে তার (খোরশেদ) এর আপন ভায়রা ভাই মোস্তফা কামাল (৫০) ও তার ভাই কনকাপৈত ইউনিয়নের চেয়ারম্যান জাফর ইকবাল রাজনৈতিক প্রভাব খাটিয়ে এক সিরিয়ালের ৪.৬৪ শতাংশ জমির ২ শতাংশ দখল করে দোকান ঘর নির্মাণ করেন। শুধু তাই নয় এক শতক জমি উত্তর-দক্ষিণে কিনলেও অতিরিক্ত এক শতকসহ দখল করেছেন পূর্ব-পশ্চিমে। যা সম্পূর্ণ অবৈধ। মূলত জোর খাটিয়ে ২০১৯ সালে সেখানে দোকান ঘর নির্মাণ করে ভাড়া দিচ্ছেন তারা। প্রতি মাসে সেখান থেকে ভাড়া উত্তোলন করছেন চেয়ারম্যান জাফর ইকবাল ও তার লোকজন। মূলত বিগত সরকারের প্রভাব খাটিয়ে তিনি আমাদেরকে এলাকা ছাড়া করায় এতো দিন আমরা কোনো ধরনের ব্যবস্থা নিতে পারিনি। তাই চলতি ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর চৌদ্দগ্রাম পুলিশ ফাঁড়িতে তার নামে একটি  অভিযোগ দায়ের করেছি। যার নং ৩১/১৯ এতে আসামি করা হয়েছে একই এলাকার আব্দুর রহমানে ছেলে মোস্তফা কামাল (৬০) ও কনকাপৈত ইউপির চেয়ারম্যান জাফর ইকবাল, সান্দিশকরা এলাকার বাবুল সিংহের ছেলে আশিষ কুমার সিংহ, কনকাপৈত এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে আব্দুর রউফ ও মৃত আনা মিয়ার ছেলে মো. ইসমাইল। এর মধ্যে প্রথম দুই আসামি জমি দখলদার। আর বাকীরা তাদের যোগসাজশে সেখানে দোকানদারি করছে। সর্বশেষ গত ৮ সেপ্টেম্বর সম্পত্তি বুঝে নিতে গেলে তারা আমাদের সাথে বাগ-বিতণ্ডায় জড়ায়। পরবর্তীতে জায়গা সম্পত্তির বিরোধকে ধর্মীয় ও রাজনৈতিক বলে অপপ্রচার করে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তারা এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

দোকানের ভাড়াটিয়া আশিষ কুমার সিংহ বলেন, আমাদের সাথে যাদের চুক্তি হয়েছে, তাদের কাছেই ভাড়া দিয়ে আসছি। এখন যদি জায়গার মালিকানা পরিবর্তন হয় তাহলে আমাদের কিছু করার থাকবে না।

অবশ্য জায়গার প্রকৃত মালিক দাবিদার আমিনুল ইসলাম বলেন আমাদের জমি অবৈধভাবে দখল করে ভাড়া আদায় করছেন চেয়ারম্যান জাফর ইকবাল। আর তার সাথে বর্তমান দোকান মালিকদের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। তাই আমরা আমাদের জায়গা ফেরত চাই এবং এখন থেকে আমাদের কাছে ভাড়া দিতে হবে।

 

এ ব্যাপারে প্রধান অভিযুক্ত কনকাপৈত ইউনিয়নের পলাতক চেয়ারম্যান জাফর ইকবালের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

 

তদন্ত কর্মকর্তা ও কনকাপৈত ফাঁড়ি থানার ইনচার্জ মফিজুর রহমান বলেন, মামলার পরপরই তদন্ত প্রতিনিধি দল পাঠিয়েছি। শীঘ্রই বিষয়টি সুরাহা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম