1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
"ফের বেতন বন্ধ" পৌর নির্বাহীর গভীর ষড়যন্ত্রের স্বীকার সহকারী প্রকৌশলী! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাজশাহীতে মানবসেবা অভিযানের শীতবস্ত্র বিতরন ও চিকিৎসা সহায়তা প্রদান শেখ হাসিনা এত অন্যায় ও পাপ করেছিল যে তার পালানো ছাড়া আর কোন পথ ছিল না — মির্জা ফখরুল চৌদ্দগ্রামে মহাসড়কে অটো-রিকশা চাপায় শিশু নিহত মসজিদের মাইকে ডাকাত আসার খবরে স্থানীয়রা বের হলে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা রুপনগর থানা শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের জনসভায় বক্তব্য বলেন– এই দেশে কোনো সাম্প্রদায়িকতা নেই- মির্জা ফখরুল চৌদ্দগ্রামে আদালতের নির্দেশ উপেক্ষা করে জোরপূর্বক অন্যের জমিতে মাটি ভরাট ঠাকুরগাঁওয়ে আ.লীগ নেতাকর্মীদের বিএনপিতে যোগদান, যা জানা গেল সংবাদ সম্মেলনে ! কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন মাগুরায় শাহ্ আব্দুল গাফ্ফার প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও বৃত্তি প্রদান

“ফের বেতন বন্ধ” পৌর নির্বাহীর গভীর ষড়যন্ত্রের স্বীকার সহকারী প্রকৌশলী!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৫ বার

ফজলে মমিন,শ্রীপুর(গাজীপুর)

গাজীপুরের শ্রীপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃরফিকুল হাসানের একক সিদ্ধান্তে ওই একই পৌরসভার সহকারী প্রকৌশলী(পানি ও পয়নিঃস্কাশন)আবু হেনা মোস্তফা কামালের মাসিক বেতন ফের বন্ধ করে রাখা পৌর নির্বাহীর জেদ ও ক্ষোভের বহিঃপ্রকাশ বলে সহকর্মিদের ধারনা।বারবার ওই সহকারী প্রকৌশলীর বেতন বন্ধ রাখা পৌর নির্বাহীর গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেও মনে করছেন কেউ কেউ।দিনের পর দিন,মাসের পর মাস পৌরসভায় অনুপস্হিত থেকে একাধিক কর্মচারী এবং ব্যাক্তিগত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা লোকদেরকে পৌরসভা হতে মাস্টারোল চাকুরীজীবি দেখিয়ে পৌর নির্বাহী রফিকুল হাসান কোন বিধি বা আইন মেনে নিয়মিত বেতন-ভাতা দিচ্ছেন তা অনেকেই বোধগম্য নয়।পৌর নির্বাহী কর্মকর্তা এধরণের বৈষম্য আচরণ একাধিক কর্মকর্তা/কর্মচারীদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে বলে ভোক্তভুগী অনেকেই অভিযোগ জানিয়েছেন।

পৌরসভা সুত্রে জানা যায়,
স্হানীয় সরকার বিভাগের একজন সাবেক অতিরিক্ত সচিবের নাম ভাঙ্গিয়ে,বিভিন্ন সময়ে উর্দ্ধতন কর্তাব্যক্তিদের সাথে তার সখ্যতার বিষয়টি ছিল টক অব দ্যা পৌরসভা।ঘুষ গ্রহন,নানা দুর্নীতি, কর্মকর্তা-কর্মচারিদের সাথে অসৌজন্যমুলক আচরণ মেয়রের নাম ভাঙ্গিয়ে ঘুষ গ্রহন ও লেনদেনের বিষয়ে তার বিরুদ্ধে লিখিত ও মৌখিক অভিযোগ মন্ত্রানালয়ে সংশ্লিষ্ট দপ্তরে জমা এবং গত ১৯/৭/২৩ ইং তারিখে শ্রীপুর পৌরসভার সহকারি প্রকৌশলী (পানি ও পয়নিঃস্কশন)আবু হেনা মোস্তফা কামাল কর্তৃকপৌর নির্বাহী কর্মকর্তা মোঃরফিকুল হাসান মুন্জু এবং পৌর হিসাবরক্ষন কর্মকর্তা ইদ্রিস আলীর বিরুদ্ধে ১১ লাখ টাকা ঘুষ গ্রহন ও অন্যায়ভাবে হয়রানী করারসহ দুর্নীতি,স্বেচ্ছাচারিতার অভিযোগে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রানালয়ের সকল সচিব মহোদয় বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের বিষয়টি বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ায় এবং অভিযোগকারীর আবেদনের প্রেক্ষিতে ইতিমধ্যে দুদক কার্যালয় হতে জেলা প্রশাসক,গাজীপুরকে পত্র দিয়েছেন।পত্রের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসক পরিচালক(উপ-সচিব)স্হানীয় সরকার বিভাগ গাজীপুরকে তদন্ত করতে নির্দেশ দেন।অনুরুপ মন্ত্রী পরিষদ বিভাগ সচিব,স্হানীয় সরকার বিভাগ,বাংলাদেশ সচিবালয়কেও একটি পত্র দেন ওই পত্রের নির্দেশে উপ-সচিব,পৌর-১শাখা,স্হানীয় সরকার বিভাগ জেলা প্রশাসক,গাজীপুরকে অভিযোগের বিষয়টি তদন্ত পুর্বক প্রতিবেদন প্রেরণ করতে নির্দেশ দেন।ইতিমধ্যে তদন্ত কর্মকর্তা বিষয়টি তদন্ত করে গেলে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত পৌর নির্বাহী আবু হেনা মোস্তফা কামালকে শায়েস্তা করতেই অডিট নামক ঝুঝুর ভয় দেখিয়ে বার বার তার বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা বন্ধ করে আত্নঘাতিকমুলক সিদ্ধান্ত নেন।গত জুন-জুলাই’২৪ দু’মাসের বেতন বন্ধ করে দিলে পৌর মেয়রের হস্তক্ষেপে পৌর নির্বাহী বেতন দিতে বাধ্য হন।বেতন বন্ধ করার বিষয়ে পৌর নির্বাহীর কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে জানান,সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অডিটে আপত্তি রয়েছে।তার বেতন পৌরসভার রাজস্ব হতে দেওয়া যাবেনা,দিতে হবে পানি সংশ্লিষ্ট বিভাগ হতে।তবে স্হানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জাকিয়া সুলতানা স্বাক্ষরিত এক পরিপত্রে স্মারক নংপৌ-২/৫বি-৩/৯৪/১৩৩তাং১০-০২-২০০৩ইংসহকারী প্রকৌশলী(পানি সরবরাহ ও পয়ঃনিশ্কাশন)বেতন- ভাতাদি সংশ্লিষ্ট পৌরসভার রাজস্ব তহবিল হতে নির্বাহ করতে মর্মে এক আদেশ দেন।পৌর নির্বাহী তার মনগড়া আইনে পৌরসভা চালাতেই স্বাচ্ছন্দ্য মনে করেন।কারন তিনি আইন,বিধি-বিধানকে উপেক্ষা করে একান্তই জেদ আর ক্ষোভে সহকারী প্রকৌশলীর বেতন ফের বন্ধ করে তার মনগড়া আইনকেই প্রতিষ্ঠিত করার অপচেষ্ঠা দেখাচ্ছেন।

জানা যায়,তৎকালীন স্হানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার উপ-সচিব ফারুক হোসেনের স্বাক্ষরিত বেতনের প্রত্যায়নপত্র(এল পি সি) অনুযায়ী বকেয়া ১৬ মাসের বেতন ভাতাসহ প্রভিডেন্ড ফান্ড এবং আনুতোষিক বাবদ প্রাপ্য বকেয়া অর্থ পরিশোধ করতে শ্রীপুর পৌরসভাকে অনুরোধ জানিয়ে চিঠি দেন।পৌর নির্বাহী ওই চিঠির নির্দেশ আমলে না নিয়ে সহকারী প্রকৌশলীর সরলতার সুযোগ নিয়ে তাকে ফাঁদে ফেলে উৎখোচ গ্রহন করেও সঠিক সময়ে চিঠির নির্দেশ অমান্য করায়
এবং অন্যায়ভাবে হেনস্হার অভিযোগ এনে সংশ্লিষ্ট মন্ত্রানালয়ের দপ্তরে আবেদন জানালে এবং বিষয়টি স্হানীয় সংবাদকর্মিদের নজরে আসলে পৌর মেয়র অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে দেখেন।পৌর মেয়রের হস্তক্ষেপে গত ২৬/৯/২০২৩ ইং তারিখে আবু হেনা মোস্তফা কামালের জি এফ ফান্ড ১০ লাখ টাকা জমা দেয়া হয়।তিন ধাপে জি এফ ফান্ডে মোট ২৬ লাখ টাকা জমা দেন।যদিও তার বকেয়া ২৯ লাখেরও বেশি,জিএফ ফান্ড হতে প্রায় ৩ লাখ টাকার বেশি কর্তন করা হয়েছে।আবার এদিকে তার পি এফ ফান্ড হতে প্রায় ২ লাখ টাকা কর্তন করে রাখা হয়েছে।মন্ত্রানালয়ের নির্দেশনা সত্বেও তার পাওনা হতে প্রায় ৫ লাখ টাকা অন্যায়ভাবে কর্তন করা হয়েছে বলে আবু হেনা মোস্তফা কামাল জানান।কর্তনকৃত টাকা পরিশোধ করতে স্মারক নং ৩০৪ তাং ৫/১০/২০২৩ ইং পত্রমুলে জামালপুরের সড়িষাবাড়ি পৌর মেয়র শ্রীপুর পৌর মেয়রকে অনুরোধ করেন।চিঠির প্রেক্ষিতে পৌর মেয়র এবং পৌর নির্বাহী অনুস্বাক্ষর করে হিসাব রক্ষন কর্মকর্তা কুদ্দুস হাওলাদারকে নির্দেশ দেন।কিন্তু আবু হেনার মুল ফাইল অদৃশ্য কারণে পৌর নির্বাহীর রেখে দেন।গত২০২৪’ জুন-জুলাই’য়ের মুল বেতনের পি এফ এবং জি এফ পৌরসভা হতে কর্তন করা হয়নি বলে এ প্রতিবেদককে জানিয়েছেন।এব্যাপারে হিসাব রক্ষন কর্মকর্তার কাছে জানতে চাইলে আবু হেনার ফাইল আমার এখানে আসেনি।শুনেছি তাঁর এলপিসি মুলে বকেয়া পি এফ এবং জি এফ দিতে আমাকে নির্দেশনা দিয়েছে।আমার কাছে তাঁর মুল ফাইল দিলে আমি নির্দেশনা বাস্তবায়ন করতে পারব।
বেতন বন্ধ রাখার বিষয়ে পৌর নির্বাহীর কাছে জানতে চাইলে তিনি বলেন,বিষয়টি পৌর প্রশাসক দেখছেন।এবিষয়ে পৌর প্রশাসকের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন,বিষয়টি আমার জানা নেই,আমি পৌরসভায় আসব,এসে আপনাকে ফোন দিব।ওইদিন উপ-সচিব,স্হানীয় সরকার বিভাগ,গাজীপুর,পৌর প্রশাসক,উপজেলা নির্বাহী অফিসার,শ্রীপুর ও সহকারী কমিশনার(ভুমি),শ্রীপুর পৌরসভা পরিদর্শনে আসেন।পরিদর্শন শেষে এক পর্যায়ে সহকারী প্রকৌশলীর বেতন বন্ধের বিষয়টি নিয়ে উপ-সচিব,স্হানীয় সরকার,গাজীপুর, সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত সময়ের মধ্যে বেতন দেয়ার নির্দেশ প্রদান করেন।ওই নির্দেশনা নিয়ে পৌর নির্বাহী পরদিন পৌরসভার তার কক্ষে পৌরসভার সকল শাখা প্রধানদের নিয়ে এক রুদ্ধধর বৈঠকে বসেন।বৈঠকে পৌর নির্বাহীর প্রতিহিংসাপরায়ন সিদ্ধান্তের সাথে কেউ কেউ মতানৈক্য করে ক্ষোভে বৈঠক শেষ করেই তার কক্ষ হতে বের হয়ে আসেন।এ রিপোর্ট লেখা পর্যন্ত উপ-সচিব ও পৌর প্রশাসকের দেয়া নির্দেশমুলক সিদ্ধান্ত আমলে নেয়নি বলে একটি সুত্র জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম