1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহীতে লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাউজানে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির আজিমুশশান মিলাদ মাহফিল ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন জিয়াউল হক মাইজভাণ্ডারীর ৯৬তম খোশরোজ শরিফ সাড়ে নয় শত এতিমখানা ও হেফযখানায় নিবাসীদের মাঝে একবেলা খাবার বিতরণ  ‎কক্সবাজার প্রেস ক্লাবের কমিটি নিয়ে আপত্তি জানিয়ে পুলিশ সুপারকে স্মারকলিপি চৌদ্দগ্রামে ছোটখিল সমাজকল্যাণ ফাউন্ডেশ’র উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা মাগুরায় কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত রাজশাহীতে লিগ্যাল এইড কমিটির সদস‍্যদের ওরিয়েন্টেশন মানিকছড়িতে শীত কম্বল বিতরন সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়নে ৩০০  রামগড়ে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি-পুরস্কার বিতরণী করলেন পুতুল ফাউন্ডেশন

রাজশাহীতে লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৭ বার

নিজস্ব প্রতিনিধি:

রাজশাহীতে লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকালে ৪টায় জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা জজ আদালতের কনফারেন্স রুমে এই সভাটি হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান (সিনিয়র জেলা ও দায়রা জজ) শেখ মফিজুর রহমান। সভাটি সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার রাজশাহী জেলা কমিটির সদস্য সচিব সিনিয়র সহকারী জজ আরিফুল ইসলাম।
কমিটির চেয়ারম্যান বলেন, লিগ্যাল এইড দরিদ্র অসহায় জনগোষ্ঠীর আইনি সহায়তা প্রদানসহ এটি সরকারের অগ্রাধিকার প্রকল্প। এ প্রকল্পের উদ্দেশ্য বাস্তবায়নে বিচারক ও আইনজীবীদের পাশাপাশি সংশ্লিষ্টদের সমন্বিত প্রয়াসের কোন বিকল্প নেই। মানবিক মনোবৃত্তি নিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর আইনী সেবা নিশ্চিতকল্পে সবাইকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত চেষ্টায় অসহায়দের আইনী সেবা জনগণের দৌড় গোড়ায় পৌঁছে যাবে। বিনামূল্যে আইনী সেবায় উপকৃত হচ্ছেন অসহায় সাধারণ মানুষ। রাজশাহী জেলা লিগ্যাল এইড অফিস পরিমানগত ও গুণগত পরিবর্তনে নিরলসভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যহত রাখবে বলে বিশ্বাস করি। তিনি প্রান্তিক পর্যায়ে আরও বেশি প্রোগ্রাম করার উদ্যোগ গ্রহণ করা হবে মর্মে অভিমত ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন, মহানগর ও দায়রা জজ আল আসাদ মোঃ আসিফুজ্জামান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক মোঃ ইমদাদুল হক, বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিচারক শাহ মোহাম্মদ জাকির হাসান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক মোঃ ইকবাল বাহার, পুলিশ কমিশনার প্রতিনিধি সীমা খানম, রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার, সিভিল সার্জন ডাঃ আবু সাইদ মোহাম্মদ ফারুক, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার মোঃ আমান উল্লাহ,
উপ পরিচালক সমাজসেবা অধিদপ্তর মোছাঃ হাসিনা মমতাজ, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ রেজ্জাকুল হায়দার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে জেলার হতদরিদ্র মানুষ বিনামূল্যে আইনি সেবা পাচ্ছেন। তাদের আইনগত সহায়তা নিশ্চিত করতে লিগ্যাল এইড কমিটির কার্যক্রম আরো বিস্তৃত করার উপর গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, সভায় জুলাই ও আগস্ট মাসের ১৮৪টি মামলার সব কয়েকটিতে পদক্ষেপ গ্রহণ করা হয়। মামলা পরিচালনার জন্য ৪৮ জন আইনজীবী আবেদন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম