হারুনুর রশিদ
শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলার কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার এর সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রোববার দুপুরে শেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে জেলার কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নবাগত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
শেরপুর জেলার নবাগত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে, অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম (প্রশাসন ও অর্থ)এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এনটিভি স্টাফ রিপোর্টার কাকন রেজা, দেশ টিভির জেলা প্রতিনিধি রফিক মজিদ, বাংলাদেশ প্রতিদিন জেলা প্রতিনিধি মাসুদ হাসান বাদল, দৈনিক জনকন্ঠ জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম আধার, প্রথম আলো জেলা প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, সিনিয়র সাংবাদিক এস এম শহিদুল ইসলাম, নাগরিক টিভির জেলা প্রতিনিধি মোঃ তারিকুল ইসলাম, বাংলা টিভির জেলা প্রতিনিধি নাঈম ইসলাম প্রমুখ।
জেলার নবাগত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম তার বক্তব্যে বলেছেন ,গত ৪আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সরকার পতনের পর আমার পুলিশ বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা যোগ্য পুলিশ সুপার হিসেবে শেরপুর জেলায় আমাকে পাঠিয়ে দিয়েছেন, আমি আপনাদের চাকর , আমি চাকর হিসেবে কাজ করবো আপনারা আমাকে সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতা কামনা করছি, সাংবাদিকদের সঙ্গে থেকে শেরপুর জেলাকে একটি মডেল জেলা হিসেবে পরিচিত করতে পারি। জেলা সকল প্রকার কাজে আমাকে আপনাদের সহযোগিতা চাই।