1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো মাছিমপুর ত্রী-ধারা ক্রিড়া চক্র ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাউজানে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদত বার্ষিকী পালিত বুদ্ধিবৃত্তিক সংগঠন পাটাতনের নতুন কমিটি ঘোষণা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি  ফাদার’স এইড বাংলাদেশ কতৃক আয়োজিত “জুনিয়র ইসলামিক স্কলার’স ট্যালেন্ট সার্চ” বৃত্তি পরীক্ষার প্রথম রাউন্ড সেনবাগ উপজেলার সকল মাদ্রাসায় একযোগে অনুষ্ঠিত হয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন অপহরণের ৭ ঘণ্টা পর এক শ্রমিক উদ্ধার ২০২৪-২৫ সেশনের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কোনো দল ও গোষ্ঠী কাউকে ক্ষমা করার এখতিয়ার রাখে না – মাগুরায় শিবির সেক্রেটারি মাগুরায় বিএনপি’র দু-গ্রুপের সংঘর্ষে আহত-১০, বাড়ি-ঘর ভাংচুর! এলাকা থমথমে! বাবা ভুয়া মুক্তিযোদ্ধা হলেও সন্তান কোটায় চাকরি কুমিল্লার এসপি হচ্ছেন জুলাই বিপ্লবে গুলি করা ছাত্রলীগ ক্যাডার নাজির

তিতাসে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো মাছিমপুর ত্রী-ধারা ক্রিড়া চক্র ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৯ বার

মোঃ জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:

কুমিল্লা তিতাস উপজেলার মাছিমপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত ও স্বেচ্ছাসেবী সংগঠন তিতাস ইয়াং ফ্রেন্ডস ক্লাবের সৌজন্যে মাছিমপুর ত্রী-ধারা ক্রিড়া চক্র সিজন-২ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে মাছিমপুর হাইস্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খান।

এসময় মাছিমপুর বাজার কমিটি সভাপতি যুবদল নেতা হাবিব সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিতাস থানার অফিসার ইনচার্জ মো.আজিজুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জহিরুল ইসলাম জাদু মোল্লা, সাবেক দপ্তর সম্পাদক এমদাদুল হক ফুল মিয়া, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক মুন্না, হোমনা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন উর রশীদ, সদস্য মোঃ মহসীন মিয়া, কড়িকান্দি ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মনির হোসেন ভূঁইয়া, কলাকান্দি ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মো. গাজী মোঃ হানিফ, বলরামপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন আনু, কলাকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এমরান সরকার, লিলু মিয়া মেম্বার ও কামাল মেম্বার প্রমূখ। এছাড়াও স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গসহ প্রায় ৩০ হাজার দর্শক উপস্থিত ছিলেন।

ফাইনাল ম্যাচে মুখোমুখী হয় হোমনা উপজেলার নাছির ট্রাভেলস একাদশ বনাম তিতাস উপজেলার জিনিয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। প্রথমার্ধে জিনিয়াস একাদশ ১ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলা শুরু করে। পরে খেলায় শেষ বাঁশি বাজার কয়েক মিনিট আগে জিনিয়াস একাদশের অধিনায়ক সাইফুল ইসলাম খোকনের গোলে ২-০ তে হোমনা নাছির ট্রাভেলস একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি মোটরসাইকেল জিতে নেন জিনিয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজ একাদশ।

ফুটবল টুর্নামেন্ট দেখতে আসা বৃদ্ধ আবু মিয়া জানান, আমার বয়স প্রায় ৭৫ বছর, ‘আমার জীবনে আমি বিভিন্ন স্থানে খেলা দেখছি এতো মানুষ দেখি নাই। এ ফাইনাল খেলায় মানুষ হবে প্রায় ৩০-৩৫ হাজার।’

খেলা শেষে প্রধান অতিথি এপিএস মতিন খান খেলার আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, যারা খেলাধুলায় মনযোগী তারা কখনো মাদকাসক্ত হতে পারে না৷ বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন ছিলো প্রতিটা থানায় একটি করে স্টেডিয়াম করা। যদি সামনে বিএনপি ক্ষমতায় আসে ইনশাআল্লাহ চেষ্টা করবো প্রতিটি উপজেলার একটি করে স্টেডিয়াম করার জন্য।

পরে বিজয়ী দলের হাতে প্রথম পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল ও পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি ফ্রিজ তুলে দেন অতিথিরা। খেলাটিতে ধারাভাষ্যদেন জনপ্রিয় দুই ব্যক্তি মনির হোসেন মাষ্টার ও সাংবাদিক কবি দেলোয়ার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম