ইকবাল ইবনে মালেক, চট্টগ্রাম
হালিশহর থানা কর্মী সম্মেলেনে প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমীর, সাবেক এমপি শাহজাহান চৌধুরী এসব কথা বলেন। তিনি আরও বলেন শেখ হাসিনা চেয়েছে জামায়াতকে নিষিদ্ধ করতে অথচ আজ আ.লীগ নিষিদ্ধ। শেখের বেডি নাকি পালাইনা এখন কে পালালো ,আ.লীগের বন্ধুর কাছে প্রশ্ন শেখ হাসিনা কি শেখের বেডি নাকি মোদির বেডি?
আ.লীগ দীর্ঘদিন ধরে ব্যাংক লুটপাট আর সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গেছে। হত্যা, গুম ছিল আ.লীগের উন্নয়ণ। কি দোষ আবরার? আর শহিদ আবীরে। আমরা এসব হত্যাকান্ডের বিচার না হওয়া পর্যন্ত বিশ্রাম নিব না।
এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন- শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঘৃণিত এবং নিকৃষ্ট স্বৈরশাসক। শেখ মুজিব এদেশে বাকশালা কায়েম করে গণতন্ত্রণ করেছে বঙ্গবন্ধু, আর শেখ হাসিনা এদেশে কায়েম করেছিলো ডিজিটাল বাকশাল। বিগত ১৬ বছর কেমন ছিলো বাংলাদেশ, জামায়াত-শিবিরসহ এদেশের জনগণ তার রাজস্বাক্ষী। এমন দেশ তো কেউ চাইনি। ৩ মেয়াদে আওয়ামী লীগ দেশ শাসন করলেও একবারও তারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি। যে কারণে তারা দেশ ও জনগণের কল্যাণে কোন কাজ করেনি। কোটি কোটি ডলার আওয়ামী লুটেরারা বিদেশে পাচার করেছে। এদেশের মেহনতি মানুষের কষ্টার্জিত অর্থ, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স তারা লুট করেছে। ব্যাংকগুলো অর্থশূণ্য হয়ে পড়েছে। কোন ব্যাংক গ্রাহকদের টাকা দিতে পারছে না।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মী সম্মেলেনে হালিশহর থানা সভাপতি ফখরে জাহান সিরাজি সবুজ এর সভাপতিত্বে উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোঃ শাহজাহান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমীর, সাবেক এমপি শাহজাহান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম ও মহানগরীর সেক্রেটারী অধ্যক্ষ নুরুল আমিন সহ নেতৃবৃন্দ।
সম্মেলনে হালিশহর থানায় বিভিন্ন ওয়ার্ড থেকে সহস্রাধিক জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। দুপুরের পর থেকে খন্ডখন্ড মিছিল সহকারে নেতাকর্মীরা সভাস্থলে আসতে থাকে।