রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
বৃষ্টি উপেক্ষা করে নবী প্রেমিকের ঢল রাউজানের হলদিয়া- ডাবুয়া ইউনিয়নের জুলুসে। ঐতিহাসিক হলদিয়া- ডাবুয়ার ২৪ তম জশনে জুলুস শনিবার আহলে সুন্নাত ওয়াল জামাআতের ব্যানারে অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় জুলুসটি উত্তরসর্তা দরগাহ বাজার থেকে শুরু হয়ে দোস্ত মোহাম্মদ সড়ক, আমিরহাট বাজার প্রদক্ষিণ শেষে মুহাম্মদীয়া কমিউনিটি পার্কে সংক্ষিপ্ত আলোচনা, মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়। জুলুসে অংশ গ্রহনকারী শত শত আশেকে রাসুলগণ নারায়ে তাকবির আল্লাহু আকবর, নারায়ে রেছালত ইয়া রাসুলুল্লাহ(স.),সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী (স.),নবীর (দ.) শানে দরুদ, গজল, নাত ও দরুদ শরিফের ধ্বনীতে সমগ্র এলাকা মুখরিত হয়ে উঠে।জুলুসে নেতৃত্ব দেন গর্জনীয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিফাল পীরে ত্বরিকত আলহাজ্ব আল্লামা সৈয়্যদ মুহাম্মদ আহছান হাবিব (মা.জি.আ)।এতে মিলাদ কিয়াম পরিচালনা করেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন। বাস্তবায়ন কমিটির মহাসচিব আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মনছুর উদ্দীন নেজামির সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন আল্লামা ইদ্রিছ আনসারি।।
আরো বক্তব্য রাখেন আল্লামা কাজী সাইদুল আলম খাকী, অধ্যাপক আল্লামা ওয়াহিদুল আলম জাফর,আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আযহারী, আল্লামা ইয়াছিন হোসাইন হায়দরী,সৈয়্যদ মুহাম্মদ আলী আকবর তৈয়্যবি, আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী,মাওলানা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যবুর রহমান, মাওলানা তসলিম উদ্দিন ভান্ডারী,বিএনপি নেতা মোঃ মহিউদ্দিন জীবন, মাওলানা আহমদ হোসেন রেজভী, সৈয়্যদ মাওলানা লুৎফুর রহমান, মাওলানা সালামত রেজা কাদেরী,মোঃ জামাল কোম্পানী।উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা মাস্টার আবদুল কুদুদুছ, আলহাজ্ব মোঃ সাহালম,মাওলানা আবুল বশর মাইজভান্ডারী,মাওলানা বাহাউদ্দিন মোহাম্মদ ওমর,শাহাবু সওদাগর,মোঃ জাহাঙ্গীর আলম সিকদার,বিএনপি নেতা মোঃ কামাল উদ্দিন, মাওলানা জাফর আলম নুরী,মোঃ করিম উদ্দিন, সৈয়্যদ মাওলানা গিয়াস উদ্দিন,মাওলানা মাসুমুর রশিদ কাদেরী, মাস্টার মোঃ জামাল উদ্দিন, মাওলানা মাসুম রেজা কাদেরী, বিএনপি নেতা মোঃ নুরুল আলম,যুবদলনেতা মোঃ ইউছুফ, মোঃ নুরুল হায়দার, মোঃ মামুন মিয়া, মাওলানা মোরশেদ রেজা কাদেরী,মোঃ মমতাজ উদ্দিন,মোঃ ওসমান গণী,নাজিম উদ্দিন মাইজভান্ডারী, মাওলানা জিলহাজ উদ্দিন,শায়ের মাওলানা আবদুল মাবুদ, তাজ মোঃ রেজভী,মাওলানা ওসমান গনী কাদেরী,মাওলানা কুতব উদ্দিন,মাওলানা মিনহাজ্জ, মাওলানা জোনায়েদ কাদেরী,মোঃ জাবেদ, মাওলানা রাসেদ রেজা,মাওলানা নঈমুল হক,,মাওলানা ইকবাল হোসেন,শায়ের হাফেজ মিনহাজ প্রমুখ।মিলাদ কিয়াম শেষে আখেরী মোনাজাত ও তাবরুক বিতরণ করা হয়।