ফজলে মমিদ,শ্রীপুর (গাজীপুর)
গাজীপুরের শ্রীপুরে রাস্তা ও জমি সংক্রান্ত জটিলতাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে ভয়ানকভাবে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেফতার হয়নি। দিনে-দুপুরে আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং প্রতিনিয়ত ভুক্তভোগী পরিবারকে হুমকি দিচ্ছে। শুধু তাই নয়, মামলার দুই নম্বর আসামির পক্ষের লোকজন থানায় এসে আরেকটি পাল্টা মামলা করেন ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, মারামারি’র ঘটনায় পাল্টা মামলা করা যায়, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।
গত ১০ সেপ্টেম্বর দুপুরে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের খিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত রোকুনুজ্জামান সরকার (৪৮) খিলপাড়া গ্রামের শামসুল হক সরকারের সন্তান। ওই ঘটনার পর থেকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখনও কাতরাচ্ছেন।
এ ঘটনায় বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী ছিলেন। তারা হলেন, রোকুনুজ্জামানের ভাবি মাহমুদা আক্তার, কাজল রেখা ও প্রতিবেশী হাফিজ উদ্দিন৷
প্রত্যক্ষ্যদর্শীরা বলেন, এ ঘটনায় নিজ হাতে ভয়ানকভাবে কুপিয়েছেন, খিলপাড়া গ্রামের মৃত শফিউদ্দিন সরকারের সন্তান আমিনুল ইসলাম (৩৫) ও শাহিন কামাল (৪৪), এবং জামাল উদ্দিন সরকারের সন্তান রায়হান সরকার। এছাড়াও দা, লাঠি হাতে মারধরে অংশগ্রহণ করেন জামাল উদ্দিন সরকার, ইব্রাহিম সরকার, আফসার উদ্দিন সরকার ও সৈকত হোসেন।
এদিকে ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও প্রশাসনের কোনো ভূমিকা দেখতে পাচ্ছে না এলাকাবাসী। এমন নৃশংস ঘটনার বিচার না হলে এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে বলে আশংকা করছেন এলাকাবাসী। প্রতিবেশী ও স্বজনরা পুলিশের প্রশ্নবিদ্ধ আচরণের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে আসামিদের শাস্তির আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
এ ঘটনায় অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
নৃশংস এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে ১১ই সেপ্টেম্বর। এর এক সপ্তাহ পর ১৮ই সেপ্টেম্বরে একটি পাল্টা মামলা করেন পূর্বের মামলার ২ নম্বর আসামির লোকজন। যারা নিজ হাতে কুপিয়েছেন, তাদের লোকজন কিভাবে থানায় এসে মামলা করতে পারে ? এমন প্রশ্নের উত্তরে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন বলেন, মারামারির ঘটনায় পাল্টা মামলা হতে পারে। সুস্পষ্ট তদন্ত সাপেক্ষে আসামিদের শীঘ্রই গ্রেফতার করা হবে।