এস কে সানি টঙ্গী (গাজীপুর) :
আজ ২১ অক্টোবর ২০২৪ গাজিপুরে ট্রাফিক পুলিশের আয়োজনে ট্রাফিক সপ্তাহ-২০২৪ উদযাপন করা হয়।
এ আয়োজনের মূল লক্ষ্য ছিলো সড়ক পরিবহন আইন ২০১৮ এর সঠিক বাস্তবায়ন এবং সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি করা।
ট্রাফিক সপ্তাহ উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন এলাকার ঢাকা বাইপাস সড়কে ট্রাফিক সচেতনতা অনুষ্ঠান উদ্বোধন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের প্রধান ইব্রাহীম খান।
এসময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের প্রধান ইব্রাহীম খান সড়ক নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন এবং সড়ক পরিবহন আইন ২০১৮ মেনে চলার জন্য জনগণকে উদ্বুদ্ধ করেন।
তিনি সড়ক দুর্ঘটনা রোধে চালকদের সচেতনতার ওপর জোর দেন এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানান।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবিসি চ্যানেলের পরিচালক, উদ্যোক্তা ও সামজসেবক জনাব সালাউদ্দিন চৌধুরী ও মাকসুদা চৌধুরী মিশা।
এসময় বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে চালকদের মাঝে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করেন।