প্রেস বিবৃতিঃ
এক প্রেস বিবৃতিতে অধ্যাপক এম এ বার্ণিক, (ভাষা-আন্দোলনের গবেষক ও সভাপতি, জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলন) বলেন।
বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিলো ভারত। এ উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং শ্যামল বাংলা সংবাদ মাধ্যমে বলেন বাংলাভাষা ভারতে ধ্রুপদী স্বীকৃত পেল বাংলাদেশেও স্বীকৃতি চাই।
গতকাল ৩ অক্টোবর২০২৪ তারিখ বৃহস্পতিবার মোদী সরকার কর্তৃক এই স্বীকৃতি ঘোষণা করা হয়েছে। এটা অবশ্যই পশ্চম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দীর্ঘ আন্দোলন সাফল্য।
আমি একজন বাংলাভাষা আন্দোলনের গবেষক হিসেবে, মমতা ব্যানার্জি ও ভারত সরকারকে ধন্যবাদ জানাই।
একই সাথে বাংলাদেশে বাংলাভাষাকে ধ্রুপদী ভাষা ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
উল্লেখ্য, গত ১৯ মে ২০২৪ তারিখে জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলনের এক স্মারকলিপি তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ে হস্তান্তর করে, আমরা বাংলাভাষাকে ধ্রুপদী ভাষা ঘোষণার জন্য সরকারকে অনুরোধ জানিয়েছিলাম।
আমাদের জানা থাকা দরকার যে, ১৯৪৮ সালের ২১ অক্টোবর তৎকালীন পাকিস্তান সরকার বাংলাভাষাকে বাদ দিয়ে একতরফাভাবে উর্দুকে পাকিস্তানের ধ্রুপদী ভাষা ঘোষণা করেছিলো।
কিন্তু বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছর পরও বাংলাদেশ সরকার যে কাজটি করতে পারেনি, ভারত সরকার ইতোমধ্যে সেকাজটি করলো।