1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বৈষম্য বিলোপ করে সত্যিকারে মানবিক সমাজ গড়তে চায় জামায়াত ইসলামী - মাগুরার পথ সভায় ডা. শফিকুর রহমান - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আলেমেদ্বীন, সুবক্তা, আদর্শ শিক্ষক ও সমাজহিতৈষী মাওলানা ছৈয়দ আহমদের ইন্তেকাল, দুই দফে জানাযা শেষে দাফন রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র “মজবুত সংগঠন কায়েম ছাড়া কল্যান রাষ্ট্র গঠন সম্ভব নয়”- সাইফুল আলম খান মিলন প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাউজানে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদত বার্ষিকী পালিত বুদ্ধিবৃত্তিক সংগঠন পাটাতনের নতুন কমিটি ঘোষণা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি  ফাদার’স এইড বাংলাদেশ কতৃক আয়োজিত “জুনিয়র ইসলামিক স্কলার’স ট্যালেন্ট সার্চ” বৃত্তি পরীক্ষার প্রথম রাউন্ড সেনবাগ উপজেলার সকল মাদ্রাসায় একযোগে অনুষ্ঠিত হয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন অপহরণের ৭ ঘণ্টা পর এক শ্রমিক উদ্ধার ২০২৪-২৫ সেশনের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে

বৈষম্য বিলোপ করে সত্যিকারে মানবিক সমাজ গড়তে চায় জামায়াত ইসলামী – মাগুরার পথ সভায় ডা. শফিকুর রহমান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ২৭ বার

মোঃ সাইফুল্লাহ ;

বৈষম্য বিলোপ করে ইসলামি আদর্শে সত্যিকারের মানবিক সমাজ গড়তে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। যে সমাজে নারীদের উপর কোন অত্যাচার হবে না, ভিন্ন ধর্মাবলম্বীদের মন্দির পাহারা দিতে হবে না, যুবসমাজ বেকার থাকবে না। – মাগুরার ভায়নার মোড়ে বৃহস্পতিবার সকালে পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড.শফিকুর রহমান উপরোক্ত কথাগুলো বলেন।

ঢাকা থেকে ঝিনাইদহের কর্মী সম্মেলনের উদ্দেশ্যে রওনা দিয়ে সকাল সাড়ে নয়টায় মাগুরা পৌঁছান ডাক্তার শফিক রহমান । সেখানে দলের হাজার হাজার নেতাকর্মী তাকে ফুলেল শুভেচছা জানিয়ে বরণ করে নেন। দলীয় নেতাকর্মী শহরের ভায়নার মোড়ে উপস্থিত হয়ে তাকে স্বাগত জানান। এ সময় জেলা জামায়াতের আমির এমবি বাকের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পথসভায় বক্তব্য দেন তিনি। বক্তব্যে জামায়াতের আমির দীর্ঘ ষোল বছর তাদের দলের নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতনের ভয়াবহতা তুলে ধরেন। তিনি বলেন আগামী নির্বাচনে দেশের মানুষের সমর্থন নিয়ে জামায়াত ইসলামী একটি শোষণহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করতে চায়। সমাবেশ শেষে তাঁর সফরসঙ্গী যশোর- কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোঃ মোবারক হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিনি ঝিনাইদহের উদ্দেশ্যে মাগুরা ত্যাগ করেন।
এর পূর্বে মাগুরা জেলা জামায়াতের ইসলামী সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মাহবুবুর সঞ্চালনায় পথ সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশের শুরার সদস্য, যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আব্দুল মতিন, জেলা নায়েবে আমীর হাফেজ মাওলানা লিয়াকত আলী খাঁন, সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, জেলা যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক অধ্যাপক মোঃ রবিউল ইসলাম, সদর উপজেলা আমীর ও মাগুরা সদর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান অধ্যাপক মোঃ ফারুক হুসাইন, মহম্মদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কবীর হুসাইন, শালিখা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলমগীর হোসেন, মাগুরা পৌরসভার আমীর অধ্যাপক আশরাফুল আলম শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ফখরুদ্দিন মিজান, শ্রীপুরে নায়েবে আমীর কাজী আব্দুল আওয়াল সবুর, শিবিরের জেলা সেক্রেটারী মোঃ জুবায়ের হোসেন সাগরসহ অন্যরা।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম