1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুর চৌরাস্তা সংলগ্ন ড্রেনটি মরণ ফাঁদ,দেখার কেউ নেই! - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আলেমেদ্বীন, সুবক্তা, আদর্শ শিক্ষক ও সমাজহিতৈষী মাওলানা ছৈয়দ আহমদের ইন্তেকাল, দুই দফে জানাযা শেষে দাফন রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র “মজবুত সংগঠন কায়েম ছাড়া কল্যান রাষ্ট্র গঠন সম্ভব নয়”- সাইফুল আলম খান মিলন প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাউজানে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদত বার্ষিকী পালিত বুদ্ধিবৃত্তিক সংগঠন পাটাতনের নতুন কমিটি ঘোষণা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি  ফাদার’স এইড বাংলাদেশ কতৃক আয়োজিত “জুনিয়র ইসলামিক স্কলার’স ট্যালেন্ট সার্চ” বৃত্তি পরীক্ষার প্রথম রাউন্ড সেনবাগ উপজেলার সকল মাদ্রাসায় একযোগে অনুষ্ঠিত হয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন অপহরণের ৭ ঘণ্টা পর এক শ্রমিক উদ্ধার ২০২৪-২৫ সেশনের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে

শ্রীপুর চৌরাস্তা সংলগ্ন ড্রেনটি মরণ ফাঁদ,দেখার কেউ নেই!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৩৮ বার

ফজলে মমিন,শ্রীপুর(গাজীপুর)

গাজীপুরের শ্রীপুর উপজেলা সদরে উপজেলা পরিষদের প্রধান ফটকের ৫০হাত সামনেই রয়েছে মরণ ফাঁদ।

শ্রীপুর চৌরাস্তা সংলগ্ন প্রয়াত সাংসদ এড.রহমত আলীর মালিকানাধীন শ্রীপুর ভবনের সামনে দিয়ে বাজারে পানি ও পয়ঃনিস্কাষনের জন্য নির্মিত ড্রেনের উপর দীর্ঘদিন কোন ধরে স্লাপ নেই।কোন দায়িত্বশীল কর্তৃপক্ষই ড্রেনের উপর স্লাপ দেয়ারও মনে করেনি।শ্রীপুর সদরের অত্যান্ত জনগুরুত্বপুর্ন স্হান শ্রীপুর চৌরাস্তা।

উপজেলার বিভিন্ন ইউনিয়রসহ পাশ্ববর্তি উপজেলার সংযোগস্হল শ্রীপুর চৌরাস্তা।চৌরাস্তা হয়েই ঢাকা,ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্হানে যাতায়াত করতে হয় এ পথ ধরে।ভোর হতে গভীর রাত পর্যন্ত শত শত যানবাহন আর হাজার হাজার মানুষের সমাগম ঘটে এ চৌরাস্তায়।ওই চৌরাস্তার ঠিক মাঝখানে রয়েছে বিশালাকৃতির উন্মুক্ত ড্রেন।ওই উন্মুক্ত ড্রেনে প্রায়ই যানবাহন আর পথচারীরা পড়ে মারাত্বক আগাতপ্রাপ্ত হয়ে আহত হচ্ছেন।এমন জন গুরুত্বপুর্ন স্হানে উন্মুক্ত ড্রেন থাকায় ক্ষোভ জানিয়ে একাধিক পথচারীরা বলেন,উপজেলার সদর দপ্তর আর পৌরসভার কার্যালয় থাকা সত্বেও উপজেলা পরিষদের প্রধান ফটকের ঠিক সামনেই এত বিশাল উন্মুক্ত ড্রেনটি খোলা রয়েছে।প্রশাসনের পক্ষ হতে গুরুত্বপুর্ন স্হানে খোলা ড্রেনটি পরিস্কার করে উপরে স্লাপ দেয়ার বিষয়টি কেন মাথায় আসছেনা তা বোধগম্য হয়নি।দুটি প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিন ধরে এমন মরণ ফাঁদটি রয়েছে। ওই প্রশাসনদ্বয়ের কর্তাব্যক্তিদের কারও দৃষ্টিতে পড়েনি না ওদের ইচ্ছাকৃত অবহেলা?তবে কি ভেবে নিতে হবে এমন জনগুরুত্বপুর্ন বিষয়গুলো দেখার কেউ নেই?অচিরেই জনগুরুত্বপুর্ন স্হানের মরণ ফাঁদটি সংস্কার করে যানবাহন এবং পথচারীদের চলাচলে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্হা করতে শ্রীপুরের সচেতন মহল প্রত্যাশা করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম