কুবি প্রতিনিধিঃ
লালমাটির ক্যাম্পাস খ্যাত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) জনপ্রিয় সংগঠন “কুবি স্পোর্টস ক্লাব” এর কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী মোঃ কাউছার মিয়া ও সাধারণ সম্পাদক হিসেবে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী এ. কে. এম রাসেল এবং কোষাধ্যক্ষ হিসেবে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সোনিয়া সুলতানা মনোনীত হয়েছেন।
২২ অক্টোবর (মঙ্গলবার) সাবেক সভাপতি অমিত সরকার, সাধারণ সম্পাদক মারুফ হোসেন সরকার ও কোষাধ্যক্ষ ইকরাম হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা করা হয়।
ক্লাবের সভাপতি কাউছার বলেন, আমি আজ অত্যন্ত গর্বিত যে, আপনাদের সবার সঙ্গে এই মুহূর্তটি ভাগ করতে পারছি। আমাদের কুবির স্পোর্টস ক্লাবের কমিটির সভাপতি হিসাবে, আমি সবসময় বিশ্বাস করি যে, খেলাধুলা শুধুমাত্র শারীরিক কসরত নয়, এটি আমাদের ঐক্য, মনোবল, শৃঙ্খলা এবং নেতৃত্বের প্রতীক।
খেলাধুলা আমাদের জীবনকে আরও সমৃদ্ধ করে, শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করে তোলে এবং সামাজিক সংহতি গড়ে তুলতে সহায়ক হয়। আমাদের কমিটির মূল লক্ষ্য হলো প্রতিটি খেলোয়াড়কে সমান সুযোগ এবং সম্পদ দিয়ে তাদের দক্ষতাকে প্রসারিত করা, যাতে তারা কুবির এবং দেশের গর্বিত প্রতিনিধি হতে পারে।
সাধারণ সম্পাদক রাসেল বলেন, সাধারণ সম্পাদক হিসেবে, আমি কুবি স্পোর্টস ক্লাবের উন্নয়ন ও সাফল্যের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য হল সদস্যদের মধ্যে সহযোগিতা ও বন্ধুত্ব প্রতিষ্ঠা করা,শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী সুনাগরিক হিসেবে গড়ে তোলা,সেই সাথে খেলাধুলার মাধ্যমে ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে চাই। আমি সকলের সহযোগিতা কামনা করছি যাতে আমরা একসাথে আমাদের ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি।
কুবি স্পোর্টস ক্লাবের অন্যতম উদ্দেশ্য হলো পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় ও উৎসাহ প্রদান করা,যাতে তারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকে এবং নিজেদেরকে বিকশিত করতে পারে,সেটিই নিশ্চিত করবে কুবি স্পোর্টস ক্লাব।
উল্লেখ্য, পরবর্তী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।