খাগড়াছড়ি প্রতিনিধি।।
খগড়াছড়ির পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নে বন্যা দূর্গত মানুষের চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে ‘গ্রীনহিল’ নামক একটি সংস্থা। আজ মঙ্গলবার সকালে সারিবালা স্মৃতি মহাবিদ্যালয় প্রাঙ্গনে এই ভ্রাম্যমান হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. মো: ছাবের।
এতে চিকিৎসা দিয়েছেন পানছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা, পানছড়ি হাসপাতালের আরএমও ডা. বিদুর্শী চাকমা, মেডিকেল অফিসার উনুচিং মারমা।
গ্রীনহিলের প্রশিক্ষণ কর্মকর্তা তীক্ষ্ণ চাকমা জানান, ইউনিয়নের দেড় শতাধিক নারী-পুরুষ ও মা ও শিশু এই চিকিৎসা সহায়তা পেয়েছেন। বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও ওষুধ পেয়ে খুশি গ্রামের সাধারণ মানুষ। ইউকে এইড এর অর্থায়নে জাতিসংঘ জনসংখ্যা তহবিল এতে সহযোগিতা করছে