মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে দশম বেতন গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের উদ্যোগে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। এর আগে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত স্মারকলিপি প্রদান করেন চৌদ্দগ্রামে কর্মরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের একটি প্রতিনিধি দল।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (০৭ অক্টোবর) বিকালে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ গেইটের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ এ মানবন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষকদের এক দফা ন্যায্য দাবি দশম গ্রেড বাস্তবায়নে সরকারের প্রতি আহবান জানিয়ে বক্তব্য রাখেন যুুগিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মোস্তাফিজুর রহমান, মাসকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মিজানুর রহমান, বাতিসা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. খায়রুল ইসলাম, নানকরা সকরারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আমির হোসেন, চৌদ্দগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: হুমায়ুন কবির, পাঁচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী জহিরুল ইসলাম, চন্দন চন্দ্র সাহা, বুধড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হোসেন মাহফুজ, ধনুসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: রায়হান মজুমদার, চাঁন্দ্রশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ নেওয়াজ খন্দকার প্রমুখ।
সংক্ষিপ্ত বক্তব্যে সহকারী শিক্ষকরা বলেন, নোবেল বিজয়ীর দেশে শিক্ষকরা বেতন বৈষম্য সহ নানান অবহেলায় জর্জরিত। বেতন বৈষম্য এবং বর্তমান দ্রব্যমূল্যের বাজার উর্ধ্বগতির ফলে শিক্ষকদেরকে সংসার চালাতে গিয়ে ঋণের বোঝা মাথায় নিতে হচ্ছে। আমরা বিশ্বাস করি, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বেতনের সাম্যতা ফিরিয়ে আনতে এবং শিক্ষকদের মর্যাদা প্রদানে প্রাথমিকের সহকারী শিক্ষকদের ন্যায্য এক দফা দাবি দশম গ্রেড বাস্তবায়নে সদয় হবেন।