1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে বাতিসা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক না থাকায় সেবা বঞ্চিত প্রায় ৪০ হাজার মানুষ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় প্রথম লেটুস চাষে উত্তম সরকারের ব্যপক সফলতা! রমজানের প্রথম দিন দ্রব্যমূল্য  নিয়ন্ত্রণে রাউজানে ভ্রাম্যমাণ  আদালতের অভিযান মাগুরা মেডিকেল কলেজ বন্ধ করে একিভূত করার ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মহাসড়ক অবরোধ! মাগুরায় ৭তম ভোটার দিবস উপলক্ষে র্র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উপলক্ষে জেএসডি’র গণসমাবেশ চাঁদা না দেয়ায় প্রবাসীর কর্মচারীকে মারধরের অভিযোগ মাগুরায় মাহে রমজানের পবিত্রতা রক্ষায় শিবির ও জামায়াতের বর্নাঢ্য র্র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৫৭ পঙ্গু ও দুস্থ শ্রমিকের মাঝে চেক বিতরণ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি দক্ষিণ  দলইনগর শাখার ইফতার সামগ্রী বিতরণ চৌদ্দগ্রামে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা

চৌদ্দগ্রামে বাতিসা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক না থাকায় সেবা বঞ্চিত প্রায় ৪০ হাজার মানুষ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ৯৬ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

প্রত্যন্ত গ্রামের মানুষের স্বাস্থ্য সেবার কথা চিন্তা করে দেশের প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কেন্দ্রে ডাক্তার পদায়ন দিয়েছে স্বাস্থ্য বিভাগ। গ্রামের মানুষ যেন ভোগান্তি ছাড়াই সহজে স্বাস্থ্য সেবা নিতে পারে এ জন্য সরকারের এই উদ্যোগ। কিন্তু কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কেন্দ্রের দায়িত্ব্প্রাপ্ত চিকিৎসক নিয়মিত অনুপস্থিত থাকায় ব্যাহত হচ্ছে সরকারের এ মহৎ উদ্দেশ্য। স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে নারী-শিশু সহ অত্র ইউনিয়নের প্রায় ৪০ হাজার সাধারণ মানুষ।

বুধবার ও বৃহস্পতিবার সকালে বাতিসা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কেন্দ্রে সরজমিনে গিয়ে দেখা গেছে, স্বাস্থ্য কেন্দ্রে কয়েকজন রোগী স্বাস্থ্য সেবা নিতে এসে ভীড় করে আছেন। অথচ বেলা এগারটা বেজে গেলেও সেখানে নেই কোন চিকিৎসক। চিকিৎসকের কক্ষে ঝুলছে বড় একটি তালা।

খবর নিয়ে জানা গেছে, এখানে চিকিৎসক হিসেবে কর্মরত আছেন মেডিকেল অফিসার ডা. ফারজানা আক্তার। সাংবাদিকের উপস্থিতি দেখে আশেপাশের লোকজন এসে অভিযোগ করে বলেন, ইউনিয়ন স্বাস্থ্য কর্মকর্তা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কেন্দ্রে অনুপস্থিত থাকার কারণে এখানকার সাধারণ মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। প্রত্যন্ত অঞ্চলের হাজার হাজার মানুষকে পড়তে হচ্ছে নানা বিভ্রান্তিকর পরিস্থিতিতে। দূর-দূরান্ত থেকে ছুটে আসা সাধারণ রোগিরা সেবা নিতে এসে নানা হয়রানির শিকার হচ্ছেন। এজন্য কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন এলাকাবাসী।

বুধবার সেবা নিতে আসা তাহমিনা বেগম নামে এক অসুস্থ নারী অভিযোগ করে সাংবাদিকদের বলেন, এক ঘন্টারও বেশি সময় ধরে অপেক্ষা করছি। কোনো চিকিৎসক অথবা কোন কর্মকর্তার দেখা পাইনি। বাধ্য হয়ে চিকিৎসা ছাড়া হতাশা নিয়ে বাড়ী ফিরে যেতে হচ্ছে।

ল²ণচন্দ্র শীল নামে অপর এক রোগী জানান, বিগত দুই মাসে তিনি একাধিকবার স্বাস্থ্য কেন্দ্রে এসেও কোন চিকিৎসকের দেখা পায়নি। পরে তিনি অন্য একটি চিকিৎসা কেন্দ্র থেকে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

স্থানীয় ভুক্তভোগিরা বলছেন, সরকার সাধারণ মানুষের দোড়গোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার অঙ্গিকার করলেও কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্বহীনতার কারণে সরকারের সে পরিকল্পনা ভেস্তে যেতে বসেছে। কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর দায়িত্বহীনতা এবং যথাযথ কর্তৃপক্ষের সঠিক তদারকির অভাবে এলাকার দরিদ্র মানুষেরা সরকারের দেওয়া স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে । চিকিৎসা সেবা না দিয়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের ঔষধ নিজেরাই হজম করছে বলেও অভিযোগ করেন সচেতন মহল।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: গোলাম কিবরিয়া টিপু বলেন, বাতিসা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ফারজানা আক্তার (মেডিকেল অফিসার) মানসিকভাবে কিছুটা অসুস্থ থাকায় ছুটিতে রয়েছেন। সাধারণ রোগীদের ভোগান্তির কথা উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জনবল সংকট ও নিয়োগ বন্ধ থাকায় চাইলেই শূণ্য জায়গাটি পূরণ করা সম্ভব হচ্ছে না।

অভিযুক্ত চিকিৎসক ফারজানা আক্তার এর বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি কল না ধরায় এ বিষয়ে তার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম