- নিজস্ব প্রতিবেদকঃ
আঁধার ভেঙ্গে সূর্য হাঁসে
বিশ্বভুবন আলোয় ভাসে।
পাখ-পাখালি ধরল গান
নদীর বুকে ওই কলতান।
তরতরিয়ে চলল তরী
মহাসাগর দেবো পাড়ি।
তরু শাঁখায় লাগলো দোল
চল বন্ধু চল জলকে চল।
খুশিতে মন তা ধিন ধিন
আজ যে তোমার জন্মদিন!
আজ ২৫ অক্টবর ২৪ ইং সন্ধ্যা ৬ টায় জাতীয় প্রেসক্লাবে শুভ জন্মদিনে উপলক্ষে
সহকর্মীদের ভালোবাসা ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ, কলম যোদ্ধা, স্পষ্টবাদী, সাংবাদিক নেতা, দৈনিক শ্যামল বাংলা, পত্রিকার সম্পাদক খন্দকার আলমগীর হোসেন।
এসময় জন্মদিনের অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ শহিদুল ইসলাম ডিইউজের সাধারণ সম্পাদক খুরশিদ আলম, সহ জাতীয় প্রেসক্লাব, বিএফইউজে, ডিইউজে, কার্যকারী সদস্য, সাংবাদিক বন্ধু আরও উপস্থিত ছিলেন দৈনিক নাগরিক সংবাদ (অনঃ) সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রূপনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন লিটান, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র সভাপত (ঢাঃমঃউঃ) সভাপতি আল হাসান মোবারক।
এসময় কেক কেটে এবং ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি মূখ করে সাংবাদিক বন্ধু সহকর্মী গণ।
এই গুনী, সময়ের সাহসী, কলম যোদ্ধা, সাংবাদিকের শুভ শুভ শুভ জন্মদিনে আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আমিন