ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ধর্মপাশা সরকারি কলেজ শাখার উদ্যোগে মত বিনিময় ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপজেলার আবু সাঈদ চত্বর হতে র্যালি শুরু করে কলেজ প্রাঙ্গনে এসে এক মতবিনিময়ে অংশ নেয়।
মতবিনিময় সভায় কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী অনিক মজুমদার বলেন,আমি শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত সকল শহীদ ভাইদের। যাদের কারণে আমরা এক নতুন বাংলাদেশ উপহার পেয়েছি তাদের ত্যাগ এই বাংলাদেশ কখনো ভুলবে না।আমরাও তাদের ত্যাগের প্রতি সম্মান জানিয়ে মানুষের কল্যাণে কাজ করে যাব।ফ্যাসিস্ট হাসিনা সরকার বাংলাদেশকে সৈরাতন্ত্রের মাধ্যমে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছিল। আমাদের এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ। আমাদের বাংলাদেশকে গড়ে তুলতে হলে সবার ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ জিয়াউর রহমানের আদর্শের আদর্শিক সংগঠন। আমরা মানুষের কল্যাণের জন্যই কাজ করব। বিগত দিনে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করে এসেছি এবং ভবিষ্যতে আমরা একসাথে কাজ করার আশা ব্যক্ত করি। এবং কলেজ শাখা ছাত্রদলকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করার লক্ষ্যে আজকের এই মতবিনিময়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ মানুষের ভ্যান গার্ড হয়ে কাজ করবে।
এসময় উপস্থিত ছিলেন ধর্মপাশা সরকারি কলেজ শাখা ছাত্রদল নেতা অনিক মজুমদার, হীরা মিয়া, জাহিদ হাসান রাব্বী, মাহবুবুর রহমান জনি প্রমুখ।