রাউজান প্রতিনিধি:
মহান ২৬ আশ্বিন বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) এর ৩৬তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে এস জেড এইচ এম ট্রাস্ট’এর ৮দিন ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে ট্রাস্ট পরিচালিত নোয়াজিষপুর মূঈনীয়া আজিজিয়া মাদ্রাসায় খতমে কোরআন, জিয়াউল হক মাইজভাণ্ডারীর জীবনী আলোচনা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ অক্টোবর) সকালে অত্র মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী মাওলানা শিহাবুউদ্দিন। প্রধান অতিথি ছিলেন নোয়াজিষপুর মূঈনীয়া আজিজিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম চৌধুরী।শিক্ষক সুমন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন কাজী মাওলানা ফরিদ উদ্দীন,কাজী হেলাল উদ্দীন,আবু তালেব,আক্কাস উদ্দীন মানিক,নাছির উদ্দীন,হাজী আনোয়ার আজম চৌধুরী,রমজান আলী,কাজী এরশাদুল ইসলাম,ফোরকান উদ্দীন বাবলু,মো:ওসমান, মাওলানা মোস্তফা জামান,মাওলানা হোসাইন,মাওলানা আবদুল হালিম, মাওলানা আবদুর রশীদ, মাওলানা আকবর আলী, মাওলানা আবুল বশর,মাওলানা আমান,মোছাম্মৎ জান্নাতুল ফৈরদৌস,শামীম আকতার,কাজী নুসরাত, জান্নাতুল কাউসার প্রমুখ। র্যালিটি মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু করে গহিরা- হেঁয়াকো সড়ক প্রদক্ষিণ শেষে মিলাদ কিয়াম ও মোনাজাত মাধ্যমে সমাপ্তি হয়। প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ মহান রাব্বুল আলামীনের দরবারে মুনাজাতে শরিক হন।