1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রতিকারের নেই কোন উদ্যোগ! শ্রীপুরের যানজটে জনজীবন নাকাল! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি  ফাদার’স এইড বাংলাদেশ কতৃক আয়োজিত “জুনিয়র ইসলামিক স্কলার’স ট্যালেন্ট সার্চ” বৃত্তি পরীক্ষার প্রথম রাউন্ড সেনবাগ উপজেলার সকল মাদ্রাসায় একযোগে অনুষ্ঠিত হয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন অপহরণের ৭ ঘণ্টা পর এক শ্রমিক উদ্ধার ২০২৪-২৫ সেশনের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কোনো দল ও গোষ্ঠী কাউকে ক্ষমা করার এখতিয়ার রাখে না – মাগুরায় শিবির সেক্রেটারি মাগুরায় বিএনপি’র দু-গ্রুপের সংঘর্ষে আহত-১০, বাড়ি-ঘর ভাংচুর! এলাকা থমথমে! বাবা ভুয়া মুক্তিযোদ্ধা হলেও সন্তান কোটায় চাকরি কুমিল্লার এসপি হচ্ছেন জুলাই বিপ্লবে গুলি করা ছাত্রলীগ ক্যাডার নাজির রাউজান পৌর কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আজম- সম্পাদক ইকতিয়ার বিআইডব্লিউটিএর সিভিল ও সার্ভেয়ার জটিলতার অবসায় চায় কর্মকর্তারা ভুয়া চিকিৎসা সেবায় জরিমানা ১০ হাজার: সাংবাদিকদের হুমকি

প্রতিকারের নেই কোন উদ্যোগ! শ্রীপুরের যানজটে জনজীবন নাকাল!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২৯ বার

ফজলে মমিন,শ্রীপুর(গাজীপুর)

গাজীপুরের শ্রীপুর উপজেলাটি ঢাকার নিকটবর্তী একটি অত্যন্ত গুরুত্বপুর্ন বানিজ্যিক উপ শহর।শত শত ছোট বড় ও মাঝাড়ি শিল্প কলকারখানা আধুষ্যিত এ এলাকাটি নানান দিক দিয়ে প্রশিদ্ধ।ফলে দেশের বিভিন্ন অন্চল থেকে জীবিকারটানে অসংখ্য জনগোষ্ঠি এ এলকায় কর্ম করে জীবিকা নির্বাহ করে আসছে।জনসংখ্যার আধিক্যের কারনে সে তুলনায় হুহু করে বেড়েই চলেছে বৈধ আর অবৈধ উপায়ে যানবাহন।জরিপে দেখা গেছে জনসাধারনের তুলনায় বহুগুন বেড়েছে মটর বাইক,প্রাইভেটকার ও অটোরিক্সাসহ অন্যান্য যানবাহন।

মাত্রাতিরিক্ত যানবাহনের কারনে উপজেলা সদর এবং মাওনা চৌরাস্তার যানজট নিত্যনৈত্তিক বিষয় দাঁড়িয়েছে।দীর্ঘসময় যানজট লেগে থাকায় জনজীবন নাবিশ্বাস হয়ে উঠেছে।শ্রীপুর চৌরাস্তার যানজট দিনদিন চরম আকার ধারন করছে।প্রায় সময় শ্রীপুর চৌরাস্তার পশ্চিমে তেলের পাম্প হতে শুরু করে শ্রীপুর রেলগেট পেরিয়ে পূর্ব দিকে কলেজ,দক্ষিনে আমতলা মোড়,উত্তরে মোড়লবাড়ি রাস্তা পর্যন্ত দীর্ঘসময় পর্যন্ত যানজট লেগে থাকে।শ্রীপুর উপজেলা সদরে সরকারি বিভিন্ন অফিস,দপ্তর,থানা,সাব-রেজিষ্ট্রি অফিস,একমাত্র রেলস্টেশন এবং পৌরসভা কার্যালয়সহ গুত্বপুর্ন স্হাপনা থাকায় উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে জনসাধারন উপজেলা সদরে জরুরী ও গুরুত্বপুর্ন কাজে প্রতিনিয়ত আসতে হয়।ওইসব জনসাধারনকে মাওনা চৌরাস্তা,শ্রীপুর চৌরাস্তা ও রেলগেটের যানজটে পড়ে ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হয়। তাছাড়া অফিসগামী কর্মকর্তা-কর্মচারি,স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং মুমুর্ষ রোগীসহ অসুস্হ্যব্যাক্তিদেরকেও সৃষ্ট যানজটে পরে নিদৃষ্ট সময়ে কাজে যোগদান এবং চিকিৎসা নিতে এসে ভোগান্তিতে পরতে হচ্ছে।শ্রীপুর সদরের চৌরাস্তা,রেলগেট এবং মাওনা চৌরাস্তার যানজট আদৌ কি নিরসন হওয়া সম্ভব?শ্রীপুর চৌরাস্তা সংলগ্ন উপজেলা পরিষদ ক্যাম্পাস আর রেলগেট ও চৌরাস্তার মাঝখানে পৌরসভা কার্যলয়ের অবস্হান।গুরুত্বপুর্ন দুটি প্রতিষ্ঠানের নাকের ডগায় ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকলেও প্রতিকারের কোন ধরনের পদক্ষেপ নিতে দেখা যায়নি প্রশাসনের পক্ষ হতে।যানজট নিরসন বা সহজীকরণে প্রশাসনের এ ধরনের নিষ্কিয়তা সাধারনের মাঝে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।এ বিষয়ে প্রশাসনকে একাধিকবার মৌখিকভাবে জানালে সাময়ীকির জন্য হুটহাট ব্যবস্হা নিতে দেখা গেলেও পরিকল্পিত সমাধার বিষয়টি উপেক্ষিতই থেকে যায়।
যানজট নিরসনে প্রশাসনের কার্যক্রর উদ্যোগ সময়ের দাবী।পরিকল্পিত ব্যবস্হা গ্রহন করতে পারলে যানজট থেকে কিছুটা হলেও মুক্তি মিলবে।বিষেশ করে শ্রীপুর চৌরাস্তার অপরিকল্পিত যানজট সহসাই নিরসন করা সম্ভব বলে বিঙ্ঞ মহল মনে করছেন।অস্হায়ী পাথরের ডিভাইডার দিয়ে রশি ঝুলিয়ে চৌরাস্তা হতে পুর্বদিকে নুরুল ইসলাম খান সুপার মার্কেট,পুর্বদিকে ওয়ালটন শো-রুম,দক্ষিনদিকে হাসপাতাল গেইট,উত্তরদিকে প্রয়াত সংসদ সদস্য রহমত আলীর শ্রীপুর ভবন পর্যন্ত প্রাথমিকভাবে পরিক্ষামুলক ব্যবস্হা নেয়া যেতে পারে।এতে করে যানবাহন গুলোকে একটি শৃংখলের ভেতরে নিয়ে আসতে পারলে যানজটের প্রকটতা কিছুটা কমে আসতে পারে।পৌরসভা অথবা উপজেলা প্রশাসনের পক্ষ হতে অটোরিক্সা গুলোকে নিদৃষ্ট সীমার ভেতরে রেখে রেজিষ্ট্রেশনের আওতায় নিয়ে আসলে শৃংখলার পাশাপাশি রাজস্ব আদায়ো হবে।তাছাড়া অটোরিক্সা গুলোকে এলাকা ভিত্তিক রেজিষ্ট্রেশন দিয়ে ওই এলাকায় বাইরে আসলে জরিমানাসহ শাস্তির বিধান রাখলে যানজট নিরসনে এর প্রভাব পরতে পারে বলে অনেকেই মতামত ব্যক্ত করেন।যানজটের অন্যতম কারন এলোমেলোভাবে মটরবাইকগুলো অটোরিক্সার ফাঁকে ঢুকিয়ে দিয়ে যানজটে যে তীব্রটার সৃষ্টি হয় তারও পরিত্রান মিলবে ওই ব্যবস্হা গ্রহনের ফলে।অপরদিকে ভারি যান গুলো দিনের বেলায় উপজেলা সদরের রাস্তা জনস্বার্থে পরিহার করে চলতে বাধ্য করতে পারলে আশু যানজট সমস্যা থেকে রেহাই পাবে বলে ভুক্তভোগী জনসাধারন মনে করছেন।শ্রীপুরের যানজট নিরসনে দ্রুততম সময়ের মধ্য একটি টেকসই কার্যক্রর ব্যবস্হা গ্রহন করতে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট এলাকার সচেতন মহল দাবী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম