1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে যুবকের ছুরিকাঘাতে একই পরিবারের ৫জনসহ গুরুতর আহত ৬ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় কমিটি : সভাপতি মামুন, সম্পাদক মাখন পাহাড়ের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে সিন্দুকছড়ি জোনের গুরুত্বপূর্ণ সভা ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা আটক করেছে পুলিশ ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে কবরের ওপর পাওয়া গেলো গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ ! বিএনপি নেতার রাস্তা উদ্ধোধনে আওয়ামী লীগ ফ্যাসিস্ট খুনী আওয়ামীদের রাজপথে প্রতিহত করতে প্রস্তুত নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাতকানিয়া খাগরিয়ার আগুনে পুড়ে যাওয়া চার পরিবার কে আর্থিক সহায়তা দিলেন বিএনপি ঠাকুরগাঁওয়ে চকলেটের লোভে হাজির শিক্ষার্থী, দুদকে ধরা ভুয়া মাদ্রাসা কাণ্ড ! রামগড়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার এসএসসি পরীক্ষার মধ্যে কোচিং বাণিজ্য ; অর্ধ লক্ষ টাকা জরিমানা

মানিকছড়িতে যুবকের ছুরিকাঘাতে একই পরিবারের ৫জনসহ গুরুতর আহত ৬

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১১২ বার

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা সদর ইউনিয়নের গচ্ছাবিল (মানাইয়ার দোকান) এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আবুল কাশেম নামের এক যুবকের ছুরিকাঘাতে একই পরিবারের পাঁচজনসহ ৬ জন গুরুতর আহত হয়েছে।

বুধবার (৩ অক্টোবর) সন্ধ্যায় জমি সংক্রান্ত বিরোধের নিষ্পত্তির লক্ষে স্থানীয় আবুল কাশেম, রহিম আলী ও মো. ছাদেক মিয়ার পরিবার এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে গ্রাম সালিশি বৈঠক বসে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর, কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় সালিশিগন বৈঠকের পরবর্তী তারিখ ঘোষণা করে চলে আসেন। এর কিছুক্ষণ পরই দুপক্ষের মধ্যে আবারও কথা-কাটাকাটি ও মারামারি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মারামারির এক পর্যায়ে মো. আবুল কাশেমের ছুরিকাঘাতে মো. সাদেক মিয়া (৩৫), আয়েশা বেগম (৩৫), বিলকিস বেগম (৩২), রাসেল মিয়া (৩৫), জাহিদুল ইসলাম (১৪) ও আবুল কাশেমের পিতা মো. মোহন মিয়া (৫৫) গুরুত্বর আহত হন। আহতদের প্রথমে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক আহত সকলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

স্থানীয় বিচারক আবদুল আউয়াল জানান, ‘জমি সংক্রান্ত বিরোধ নিস্পত্তির লক্ষে উভয় পক্ষের বক্তব্য শোনা হচ্ছিল, একপর্যায়ে উভয় পক্ষ কথা কাটাকাটি শুরু করলে বিচারের পরবর্তী তারিখ নির্ধারণ করে উভয় পক্ষকে বাড়ি ফিরে যেতে বলা হলে বাড়ি ফেরার পথে আহতদের ছুরিকাঘাত করে মো. আবুল কাশেম।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাফিসা নূর জানান, ছুরিকাঘাতে আহত ছয়জনেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের চমেকে প্রেরণ করা হয়েছে।

মানিকছড়ি ইউপির প্যানেল চেয়ারম্যান মো. মোশারফ হোসেন বলেন, ‘জমি বিরোধ সংক্রান্ত বিষয় নিয়ে দুপক্ষের মারামারির ঘটনা ঘটেছে। লোকমারফত জানতে পারি আবুল কাশেমের ছুরিকাঘাতে ৬জন আহত হয়। তবে বিষয়টি খুবই নেক্কারজনক এবং অপ্রত্যাশিত’।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন জানান, ‘ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়’। এই ঘটনায় এখনো পর্যন্ত কোন মামলা রুজু হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net