1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে যুবকের ছুরিকাঘাতে একই পরিবারের ৫জনসহ গুরুতর আহত ৬ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি  ফাদার’স এইড বাংলাদেশ কতৃক আয়োজিত “জুনিয়র ইসলামিক স্কলার’স ট্যালেন্ট সার্চ” বৃত্তি পরীক্ষার প্রথম রাউন্ড সেনবাগ উপজেলার সকল মাদ্রাসায় একযোগে অনুষ্ঠিত হয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন অপহরণের ৭ ঘণ্টা পর এক শ্রমিক উদ্ধার ২০২৪-২৫ সেশনের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কোনো দল ও গোষ্ঠী কাউকে ক্ষমা করার এখতিয়ার রাখে না – মাগুরায় শিবির সেক্রেটারি মাগুরায় বিএনপি’র দু-গ্রুপের সংঘর্ষে আহত-১০, বাড়ি-ঘর ভাংচুর! এলাকা থমথমে! বাবা ভুয়া মুক্তিযোদ্ধা হলেও সন্তান কোটায় চাকরি কুমিল্লার এসপি হচ্ছেন জুলাই বিপ্লবে গুলি করা ছাত্রলীগ ক্যাডার নাজির রাউজান পৌর কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আজম- সম্পাদক ইকতিয়ার বিআইডব্লিউটিএর সিভিল ও সার্ভেয়ার জটিলতার অবসায় চায় কর্মকর্তারা ভুয়া চিকিৎসা সেবায় জরিমানা ১০ হাজার: সাংবাদিকদের হুমকি

মানিকছড়িতে যুবকের ছুরিকাঘাতে একই পরিবারের ৫জনসহ গুরুতর আহত ৬

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৪১ বার

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা সদর ইউনিয়নের গচ্ছাবিল (মানাইয়ার দোকান) এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আবুল কাশেম নামের এক যুবকের ছুরিকাঘাতে একই পরিবারের পাঁচজনসহ ৬ জন গুরুতর আহত হয়েছে।

বুধবার (৩ অক্টোবর) সন্ধ্যায় জমি সংক্রান্ত বিরোধের নিষ্পত্তির লক্ষে স্থানীয় আবুল কাশেম, রহিম আলী ও মো. ছাদেক মিয়ার পরিবার এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে গ্রাম সালিশি বৈঠক বসে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর, কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় সালিশিগন বৈঠকের পরবর্তী তারিখ ঘোষণা করে চলে আসেন। এর কিছুক্ষণ পরই দুপক্ষের মধ্যে আবারও কথা-কাটাকাটি ও মারামারি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মারামারির এক পর্যায়ে মো. আবুল কাশেমের ছুরিকাঘাতে মো. সাদেক মিয়া (৩৫), আয়েশা বেগম (৩৫), বিলকিস বেগম (৩২), রাসেল মিয়া (৩৫), জাহিদুল ইসলাম (১৪) ও আবুল কাশেমের পিতা মো. মোহন মিয়া (৫৫) গুরুত্বর আহত হন। আহতদের প্রথমে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক আহত সকলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

স্থানীয় বিচারক আবদুল আউয়াল জানান, ‘জমি সংক্রান্ত বিরোধ নিস্পত্তির লক্ষে উভয় পক্ষের বক্তব্য শোনা হচ্ছিল, একপর্যায়ে উভয় পক্ষ কথা কাটাকাটি শুরু করলে বিচারের পরবর্তী তারিখ নির্ধারণ করে উভয় পক্ষকে বাড়ি ফিরে যেতে বলা হলে বাড়ি ফেরার পথে আহতদের ছুরিকাঘাত করে মো. আবুল কাশেম।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাফিসা নূর জানান, ছুরিকাঘাতে আহত ছয়জনেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের চমেকে প্রেরণ করা হয়েছে।

মানিকছড়ি ইউপির প্যানেল চেয়ারম্যান মো. মোশারফ হোসেন বলেন, ‘জমি বিরোধ সংক্রান্ত বিষয় নিয়ে দুপক্ষের মারামারির ঘটনা ঘটেছে। লোকমারফত জানতে পারি আবুল কাশেমের ছুরিকাঘাতে ৬জন আহত হয়। তবে বিষয়টি খুবই নেক্কারজনক এবং অপ্রত্যাশিত’।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন জানান, ‘ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়’। এই ঘটনায় এখনো পর্যন্ত কোন মামলা রুজু হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম