ফজলে মমিন,শ্রীপুর(গাজীপুর)
‘শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার, বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য, নিয়ে শ্রীপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্বশিক্ষক দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শ্রীপুর উপজেলা প্রশাসকের অডিটরিয়াম হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ব্যারিষ্টার সজিব আহম্মেদ। উপজেলা প্রশাসনের আয়োজনে এসময় আরও উপস্থিত ছিলেন , শ্রীপুর উপজেলা মাধ্যমিক অফিসার মো.সাইফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ।
দেশের ইতিহাস ঐতিহ্য, ধর্মীয় রীতিনীতি ও সামাজিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যবিহীন শিক্ষাব্যবস্থার জন্য দায়ী রাজনৈতিক দুর্বৃত্তায়ন। সভ্যতা ও উন্নত জীবনমানের শিক্ষার বিকল্প নেই। যে সমাজ শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে, শিক্ষককে সামাজিক ও অর্থনৈতিক ভাবে সম্মানিত করেছে সেই সমাজের সভ্যতা ও জীবনমান উন্নতির শীর্ষে অবস্থান করছে বলে প্রধান অতিথি ব্যারিষ্টার সজিব আহম্মে মন্তব্য করেন।তিনি শিক্ষক দিবসে উপস্হিত শিক্ষকদের প্রতি আহবান রাখেন,শুধু ভাল ছাত্র নয়,শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে ভাল মানুষ করে।
আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ হতে বক্তাদের বক্তব্যে বলেন,সারা বিশ্বের মত বাংলাদেশেও শিক্ষকতা একটি মহান পেশা হিসেবে স্বীকৃত। এ পেশাটি মহান পেশা হলেও বিভিন্ন গণমাধ্যমে শিক্ষকদের দুরবস্থার কথা প্রকাশিত হয়। এ দেশের একজন শিক্ষক যখন তার জন্য নির্ধারিত সম্মানীর মাধ্যমে পরিবারের ভরণ-পোষণের ব্যবস্থা করতে না পেরে হতাশায় হাবুডুবু খান কিংবা এই মহান পেশা ছেড়ে দিয়ে অন্য কোন অসম্মানের পেশায় জড়িয়ে যায় তখন জাতি হিসেবে আমাদের লজ্জিত হওয়ার কথা। বক্তরা আরো বলেন,শিক্ষকতা পেশা ছাড়া বাংলাদেশের প্রায় সবগুলো পেশায় দুর্নীতির ভয়ানক ছোঁয়া লেগেছে। শিক্ষা সেক্টরও যে দুর্নীতিমুক্ত তা দাবি করা যায় না তবে তুলনামূলকভাবে চিত্র কিছুটা সন্তোষজনক। অধিকাংশ শিক্ষকরা ইচ্ছা করলেও অসৎ পথে দু’টো টাকা রোজগার করতে পারে না। শিক্ষকরা অসৎ উপায়ে জীবিকা নির্বাহ করবেই বা কেন? তারা তো সে শিক্ষা পায়নি কিংবা জাতিকে সে শিক্ষা দেয় না
উল্লেখ্য,শিক্ষকদের সম্মানে ১৯৯৫ সাল থেকে প্রতি বছর অক্টোবরের ৫ তারিখে বিশ্বব্যাপী এই দিবসটি উদযাপন করে আসছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সংস্থা ইউনেসকো। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সরকারি ও বেসরকারি বিভিন্ন উদ্যোগে দিবসটি উদযাপিত হয়।
আলোচনা শেষে উপজেলার সাত জন গুণী শিক্ষকদেরকে সম্মমনা স্বরুপ ক্র্যাষ্ট উপহার তুলে প্রধান অতিথি।