ফজলে মমিন,শ্রীপুর(গাজীপুর)
গাজীপুরের শ্রীপুর উপজেলা সদরে উপজেলা পরিষদের প্রধান ফটকের ৫০হাত সামনেই রয়েছে মরণ ফাঁদ।
শ্রীপুর চৌরাস্তা সংলগ্ন প্রয়াত সাংসদ এড.রহমত আলীর মালিকানাধীন শ্রীপুর ভবনের সামনে দিয়ে বাজারে পানি ও পয়ঃনিস্কাষনের জন্য নির্মিত ড্রেনের উপর দীর্ঘদিন কোন ধরে স্লাপ নেই।কোন দায়িত্বশীল কর্তৃপক্ষই ড্রেনের উপর স্লাপ দেয়ারও মনে করেনি।শ্রীপুর সদরের অত্যান্ত জনগুরুত্বপুর্ন স্হান শ্রীপুর চৌরাস্তা।
উপজেলার বিভিন্ন ইউনিয়রসহ পাশ্ববর্তি উপজেলার সংযোগস্হল শ্রীপুর চৌরাস্তা।চৌরাস্তা হয়েই ঢাকা,ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্হানে যাতায়াত করতে হয় এ পথ ধরে।ভোর হতে গভীর রাত পর্যন্ত শত শত যানবাহন আর হাজার হাজার মানুষের সমাগম ঘটে এ চৌরাস্তায়।ওই চৌরাস্তার ঠিক মাঝখানে রয়েছে বিশালাকৃতির উন্মুক্ত ড্রেন।ওই উন্মুক্ত ড্রেনে প্রায়ই যানবাহন আর পথচারীরা পড়ে মারাত্বক আগাতপ্রাপ্ত হয়ে আহত হচ্ছেন।এমন জন গুরুত্বপুর্ন স্হানে উন্মুক্ত ড্রেন থাকায় ক্ষোভ জানিয়ে একাধিক পথচারীরা বলেন,উপজেলার সদর দপ্তর আর পৌরসভার কার্যালয় থাকা সত্বেও উপজেলা পরিষদের প্রধান ফটকের ঠিক সামনেই এত বিশাল উন্মুক্ত ড্রেনটি খোলা রয়েছে।প্রশাসনের পক্ষ হতে গুরুত্বপুর্ন স্হানে খোলা ড্রেনটি পরিস্কার করে উপরে স্লাপ দেয়ার বিষয়টি কেন মাথায় আসছেনা তা বোধগম্য হয়নি।দুটি প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিন ধরে এমন মরণ ফাঁদটি রয়েছে। ওই প্রশাসনদ্বয়ের কর্তাব্যক্তিদের কারও দৃষ্টিতে পড়েনি না ওদের ইচ্ছাকৃত অবহেলা?তবে কি ভেবে নিতে হবে এমন জনগুরুত্বপুর্ন বিষয়গুলো দেখার কেউ নেই?অচিরেই জনগুরুত্বপুর্ন স্হানের মরণ ফাঁদটি সংস্কার করে যানবাহন এবং পথচারীদের চলাচলে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্হা করতে শ্রীপুরের সচেতন মহল প্রত্যাশা করছেন।