1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুর পৌরসভাকে নতুন রূপ দিতে বদ্ধপরিকর -পৌরপ্রশাসক ব্যারিষ্টার সজিব আহমেদ। "ব্যাংক বুথ স্হাপনে ভোগান্তি কমবে" - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় নানা আয়োজনে শিশু ও চক্ষু হাসপাতালের ৩৮তম প্রতিষ্ঠা বার্যিকী পালিত মাগুরায় গ্রাম আদালত কার্যক্রম পরিচালনায় সচেতনতা সৃষ্ঠির লক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরায় জামায়াতে ইসলামীর বার্ষিক কর্মী সম্মেন অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাঙ্গামাটিয়া শাখার ওয়াজ মাহফিল ও সেমা মাহফিল মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাঙ্গামাটিয়া শাখার ওয়াজ মাহফিল ও সেমা মাহফিল গোদাগাড়ী আন্তঃ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত রাউজানে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির আজিমুশশান মিলাদ মাহফিল ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন জিয়াউল হক মাইজভাণ্ডারীর ৯৬তম খোশরোজ শরিফ সাড়ে নয় শত এতিমখানা ও হেফযখানায় নিবাসীদের মাঝে একবেলা খাবার বিতরণ  ‎কক্সবাজার প্রেস ক্লাবের কমিটি নিয়ে আপত্তি জানিয়ে পুলিশ সুপারকে স্মারকলিপি

শ্রীপুর পৌরসভাকে নতুন রূপ দিতে বদ্ধপরিকর -পৌরপ্রশাসক ব্যারিষ্টার সজিব আহমেদ। “ব্যাংক বুথ স্হাপনে ভোগান্তি কমবে”

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২৯ বার

ফজলে মমিন,শ্রীপুর(গাজীপুর)

দুর্নীতি আর অনিয়মে পরিণত হওয়া শ্রীপুর পৌরসভাকে নতুন রূপ দিতে বদ্ধপরিকর শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ও শ্রীপুর পৌরসভার প্রশাসক ব্যারিষ্টার সজিব আহমেদ।

দায়িত্ব নেওয়ার পর থেকে শ্রীপুর পৌরসভায় ইতিপূর্বে ঘটে যাওয়া নানা অনিয়ম,দুর্নীতি ও অসঙ্গতিগুলোকে মাথায় নিয়ে তার উৎস এবং কারনগুলো চিহ্রত করে এরই মধ্যে কাজ শুরু করেছেন।উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বের পাশাপাশি উপজেলা পরিষদের এবং পৌর প্রশাসকের দায়িত্ব প্রাপ্ত হন তিনি।দায়িত্ব পেয়ে শ্রীপুরের সচেয়ে দুর্নীতি আর অনিয়মে নিমজ্জিত পৌরসভাকে একটি সেবাদানকারী প্রতিষ্ঠানে রুপ দিতে পারে তার উদ্যোগে নেন তিনি।পৌরবাসির সেবা নিশ্চিত করতে পৌরসভার কর্মর্তা-কর্মচারীদের যথাসময়ে অফিসে উপস্হিতি নিশ্চিত করনঃবিকাল পাঁচটার পর অফিস ত্যাগ করতে নির্দেশনা এরই মধ্যে জারি করেছেন।কর্মকর্তাদের নানা অনিয়ম আর অসঙ্গতিহুলো দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করা।কোন প্রকার ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে অর্থ অপচয় করা,অফিসে বসে বিলাসিতা না করে সেবা গ্রহিতাদের সেবা নিশ্চিত করা।শ্রীপুর পৌরসভা দীর্ঘদিন নামে-বেনামে মাস্টাররোল কর্মচারিদের বেতন-ভাতাদি দিয়ে আসছিল সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ রয়েছে।মাস্টারোল কর্মচারিদের মাঝে অসংখ্য নাম রয়েছে যাদের আদৌ কেউ কোনদিন পৌরসভায় দেখেইনি,কাজতো পরের কথা।বর্তমান প্রশাসক প্রকৃত মাস্টাররোল কর্মচারিদের পরিচিতির জন্য আইডি কার্ডের ব্যবস্হা নিয়েছেন।পৌর নির্বাহীর নির্দেশনায় দীর্ঘদিন পৌরসভা পরিস্কার-পরিছন্নের নামে কোটি কোটি টাকা ভুয়া বিল-ভাউচারের নামে যেসব তুঘলকিকান্ড ঘটে আসছি তা রোধকল্পে প্রশাসকের কঠোর হুশিয়ারি রয়েছে।পৌর নাগরিকদের কাছে সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে লাইসেন্স,কর আদায়, নাগিকত্ব সনদ ও উত্করাধিকার সনদগুলো ডিজিটাল সিস্টেমের আওতায় নিয়ে আসা হয়েছে।দুর্নীতি আর অনিয়মে সুবিধা ভোগ করতে ওই এনালগ সিস্টেমে পৌরসভার কাজ পরিচালিত হয়ে আসছিল।একটি ক্লিন পৌরসভা গড়তে এরই মধ্যে পৌরসভার বিভিন্ন স্থান থেকে ময়লার ভাগাড় সরানোর নির্দেশনা দিয়েছেন পৌর প্রশাসক।পৌরসভার যেসব সড়ক বাতিগুলো অচল অল্প সময়ে ওই গুলো সচল করে এবং গুরুত্বস্হানে সড়ক বাতি বাড়ালে পৌরসভার বাহ্যিক সৌন্দয্য বৃদ্ধি পাবে বলে পৌর নাগরিকদোর প্রত্যশা।সম্প্রতি পৌর শহরে মশার উপদ্রপ বেড়ে যাওয়াতে প্রশাসকের নেতৃত্বে বেশ কয়েকটি গুরুত্বপুর্ন স্হানে মশার ঔষদ স্প্রে করেছেন।প্রশাসকের দায়িত্ব নেওয়ার পর ইতিবাচক বেশ কিছু কর্মকাণ্ডের প্রশংসায় ভাসছেন নব নিযুক্ত প্রশাসক।

একাধিক ভুক্তভোগী জানান,পৌর প্রশাসকের বর্তমান ভুমিকা অত্যন্ত সময়োপযোগী এবং প্রশাংসার দাবী রাখে।পাশাপাশি শিল্প-কারখানার প্লান ফি,করের টাকা,লাইসেন্স ফি,জন্ম নিবন্ধন ফি,হাটবাজার ও জন্ম-মৃত্যু ফি সহ বিবিধ ফি জমা প্রদানের জন্য প্রশাসক পৌর নাগরিকদের সুবিধার্থে এবং ভুগান্তি দুর করতে পৌরসভা কার্যালয়ে তফসিলী যে কোন ব্যাংকের একটি বুথ স্হাপন করার মধ্য দিয়ে নাগরিক সেবা হাতের নাগালে নিয়ে আসতে পারে।ওইসব ফি জমা দিতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে সময় এবং ভোগান্তিতে পরতে হচ্ছে নাগরিকদের।হয়রানি আর ভোগান্তি লাগবে পৌর প্রশাসকের এ উদ্যোগ শ্রীপুর পৌর নাগরিকদের জন্য হবে মাইলফলক।

এ বিষয়ে শ্রীপুর পৌরসভার প্রশাসক ও শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ব্যারিষ্টার সজিব আহমেদ বলেন, আমি শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে রয়েছি। উপজেলা পরিষদের দায়িত্বে থাকার পাশাপাশি অল্প কিছুদিন হলো পৌরসভার প্রশাসক হিসেবে সরকার আমাকে দায়িত্ব দিয়েছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই আমি লক্ষ্য করেছি পৌরবাসীর যতগুলো সমস্যা রয়েছে তার মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে সবগুলো বিষয়ে কাজ করব।”ক” শ্রেনীর পৌরবাসীরা যাতে করে “ক” শ্রেনীর সেবা পায় তার জন্য আমি ইতিমধ্যে কাজ শুরু করছি।কোন নাগরিক বা সেবা গ্রহীতারা পৌরসভায় এসে হয়রানীর স্বীকার বা সেবা বন্চিত না হতে হয় তার জন্য পৌরসভায় কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারিদের কঠোর নির্দেশনা রয়েছে।কোন ধরনের অভিযোগ আসলে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে প্রশাসক হিসেবে বদ্ধপরিকর।
পৌরসভার কোন প্রকার অনিয়ম,দুর্নীতি বা বিশৃংখলা আমি প্রশাসক হিসেবে বরদাস্ত করবনা।নাগরিকদের সেবা নিশ্চিত করতে আইনের মধ্য থেকে আমার যা করার তাই করব।এব্যাপারে জেলা প্রশাসক মহোদয় এবং ডিডিএলজিইডি মহোদয় আমাকে কড়া নির্দেশনা দিয়েছেন।পৌরসভার অনিয়ম বা দুর্নীতি অথবা আমার ভুল সিদ্ধান্ত গুলো যে কেউ অবহিত করলে আমি তাৎক্ষনিক কার্যকর ব্যবস্হা গ্রহন করব।সকলের আন্তরিক সহযোগীতা পেলে শ্রীপুর পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে অল্প কিছুদিনের ভেতরেই রুপ দেয়া সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম