সিরাজদিখান মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
উৎসব মুখর পরিবেশে হিন্দু ধর্মাবলম্বীদের ধন ও ঐশ্বর্য্যরে অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী লক্ষ্মী পূজা বা কোজাগরী লক্ষ্মী পূজা উদযাপিত হয়েছে। বাঙ্গালী হিন্দুদের ঘরে ঘরে এই পূজার আয়োজন করা হয়। শারদ পূর্ণিমা অর্থাৎ আশ্বিন মাসের শেষে পূর্ণিমা তিথির এ দিনটিতে বিশেষ আনন্দ ও উৎসাহের সাথে মা লক্ষ্মীর পূজা ও আরাধনা করা হয়।
দেবী শ্রী শ্রী লক্ষ্মী পূজা উপলক্ষে সিরাজদিখান উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিরাজদিখান উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস লাকি । শুক্রবার সন্ধ্যায় উপজেলার কেয়াইন ইউনিয়নের শিকারপুর গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় তিনি মন্দিরের পুরোহিত ও পূজারীসহ এলাকাবাসিএ সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন।
মোঃ হামিদুল ইসলাম লিংকন