1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে যুবদলের কর্মী সভায় বক্তারা- ১৭ বছর ধরে দেশের মানুষ কথা বলতে পারেনি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাউজানে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির আজিমুশশান মিলাদ মাহফিল ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন জিয়াউল হক মাইজভাণ্ডারীর ৯৬তম খোশরোজ শরিফ সাড়ে নয় শত এতিমখানা ও হেফযখানায় নিবাসীদের মাঝে একবেলা খাবার বিতরণ  ‎কক্সবাজার প্রেস ক্লাবের কমিটি নিয়ে আপত্তি জানিয়ে পুলিশ সুপারকে স্মারকলিপি চৌদ্দগ্রামে ছোটখিল সমাজকল্যাণ ফাউন্ডেশ’র উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা মাগুরায় কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত রাজশাহীতে লিগ্যাল এইড কমিটির সদস‍্যদের ওরিয়েন্টেশন মানিকছড়িতে শীত কম্বল বিতরন সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়নে ৩০০  রামগড়ে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি-পুরস্কার বিতরণী করলেন পুতুল ফাউন্ডেশন

খুটাখালীতে যুবদলের কর্মী সভায় বক্তারা- ১৭ বছর ধরে দেশের মানুষ কথা বলতে পারেনি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৩৩ বার

iসেলিম উদ্দীন, ঈদগাঁও

দেশের চলমান পরিস্থিতিতে দলকে আরো গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে কক্সবাজারের চকরিয়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আওতাধীন খুটাখালী ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন হলরুমে
খুটাখালী যুবদলের উদ্যোগে এ কর্মী সভার আয়োজন করা হয়।

খুটাখালী ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদল দপ্তর সম্পাদক মহসিন খানের পবিত্র কোরআন তেলাওয়াতের পর সভাপতি আরফাত কামাল জিকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শীষ মোহাম্মদ রাশেলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক অধ্যক্ষ এসএম মনজুর ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি সভাপতি ডাঃ শফিউল আলম শফি এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সফল সভাপতি, সাংবাদিক এম ওমর আলী।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সাদেকুর রহমান ও বিশেষ বক্তার বক্তব্য রাখেন উপজেলা যুবদল সাধারন সম্পাদক মোঃ জকরিয়া।

এছাড়াও যুবদল সিঃ সহ সভাপতি আবু তাহের, সহ সভাপতি মোঃ ওসমান গনি, হারুন অর রশিদ, সিঃ যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, এহেছানুল কবির,
সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, ফরহাদুল ইসলাম, উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি মিনহাজ উদ্দিন, যুবদল দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, ইউনিয়ন যুবদল সিঃ সহ সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক দিল মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক নুরুল হোছাইন বাবুল, সেচ্চাসেবকদল সভাপতি শাহাব উদ্দীন, শ্রমিক দল সভাপতি নুরুল আলম, কৃষকদল সভাপতি শফিউল আলম ও ছাত্রদল আহবায়ক আবুল কাশেম বক্তব্য রাখেন।

এতে খুটাখালী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কর্মী সভায় বক্তারা বলেন, শেখ হাসিনা জনগণের কণ্ঠস্বর ও ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন। ১৭ বছর ধরে দেশের মানুষ কথা বলতে পারেনি। আওয়ামী লীগ দেশকে কারাগারে পরিণত করেছিল। অনেক খুন, ঘুম ও নির্যাতনের পর ৫ ই আগস্টের বিপ্লবে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলো। কিন্তু এখনো পূর্ণাঙ্গ স্বাধীনতা আসেনি।

ছাত্র-জনতার আন্দোলনে নিহত ৮৭৫ জনের মধ্যে বিএনপি’র ৪২২ জন নেতাকর্মী নিহত হয়েছেন। বিগত ১৭ বছর ধরে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দমনপীড়ন থেকে বিএনপি, যুবদল, ছাত্রদলের কোনো নেতাকর্মী রেহাই পায়নি। মামলা হয়েছে দেড় লাখ, আসামি ৬০ লাখ। বিভিন্ন সময়ে আমাদের নেতাকর্মীদের না পেয়ে তাদের পিতা, সন্তান এমনকি স্ত্রীকেও ধরে নিয়ে গেছে পুলিশ। ইতিহাস সাক্ষ্য দেয় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানসহ সকল স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে প্রতিবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বিএনপি।

আমরা মনে করি অন্তবর্তী সরকার শিগগিরই একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে। যুবদলের সর্বস্তরের নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধ হয়ে সঠিকভাবে কাজ করেন, তবেই বিএনপি জনগণের রায়ে রাষ্ট্র ক্ষমতায় আসবে।

কর্মী সামাবেশে নেতা-কর্মীদের কোনো প্রকার অপরাধ কর্মকান্ডে না জড়ানোর আহবান জানান। একই সাথে ভোটযুদ্ধে জয়লাভ করতে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জনসাধারণের আস্থা অর্জন করা যায় এমন ভালোকাজ করতে পরামর্শ ও অনুরোধ জানানো হয় সমাবেশ থেকে।

সেলিম উদ্দীন, ঈদগাঁও

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম