হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের লক্ষে সারাদেশের ন্যায় শেরপুরে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ২০ অক্টোবর রোববার সকাল ১০টায় জেলা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডাঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে ওই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
আগামী ২৪ অক্টোবর থেকে পরবর্তী ৪ সপ্তাহ বা ১ মাস ব্যাপী কিশোরী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে ওই টিকাদান কর্মসূচি চলবে। এক ডোজ এইচপিভি টিকা নিলে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ করা যাবে।
১০ থেকে ১৫ বছর বয়সী কিশোরী কেউ যেন এ টিকা থেকে বাদ না পড়ে তার জন্য মসজিদ ও মাদ্রাসাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হবে। প্রেস কনফারেন্স আরও জানানো হয় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের জন্য এইচপিভি টিকাদানের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন চলছে।www.vaxepi.gov.bd এই অনলাইনের মাধ্যমে টিকাদানের রেজিস্ট্রেশন করা যাবে।
এসময় ডাঃ মোঃ আহসানুল হাবিব হিমেলের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে ডাঃ বুশরা আমেনা, শেরপুর প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি এসএম শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল হাশিম, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সভাপতি আসাদুজ্জামান মোরাদ, সাধারণ সম্পাদক জিএইচ হান্নান, সিনিয়র সাংবাদিক জিএম আজফার বাবুল, শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য হারুনুর রশিদ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।