শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:
অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন বলেছেন, ‘আমরা দেশ শাসন করতে চেয়ারে বসিনি। আগামী দিনে যারা শাসন করবেন, তাদের পথ পরিস্কার করতে এসেছি৷’
তিনি বলেন, ‘আমরা অত্যন্ত নাজুক মুহুর্তে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছি। আমাদের রিজার্ভ নাই। রাজনৈতিক অস্থিতিশীলতা। আইন শৃঙ্খলার অবনতি। এমন এক মুহুর্তে আমরা দায়িত্ব নিয়েছি। ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে।’ গতকাল বিকালে ফটিকছড়ির জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর মাদ্রাসায় এক বিশেষ সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷
এ সময় তিনি আরো বলেন, ‘বেশিদিন রাষ্ট্র ক্ষমতায় থাকার ইচ্ছা আমাদের সরকারের নেই। সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্বের হাতে এ দেশের ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নিবো৷ জনগণকে মনে রাখতে হবে, বর্তমান সরকার ব্যর্থ হলে দেশ বিপর্যয়ের মুখে পড়বে।’
মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ্ সালাউদ্দিন নানুপুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপদেষ্টা আ ফ ম খালিদ হোসাইন আরো বলেন, ‘দেশের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত আলেমসমাজ। ভবিষ্যতে আলেমসমাজের বিরুদ্ধে দেশ-বিদেশী চক্রান্ত রুখে দেয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি। মূফতী মাওলানা শওকতের সঞ্চালনায় এতো উপস্থিত ছিলেন, ইউএনও মোজাম্মেল হক চৌধুরী, ওসি নুর মোহাম্মদ, হেফাজতে ইসলামের নায়েবে আমির আল্লামা শাহ্ আইয়ুব বাবুনগরী, মাওলানা শাহ্ কুতুব উদ্দিন নানুপুরী প্রমূখ।
নাজিম উদ্দিন (শাহনেওয়াজ)
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি